Sairity Banerjee: শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ অভিনেত্রী, কেমন আছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়?

Published : Jul 01, 2023, 04:13 PM IST
sairity

সংক্ষিপ্ত

ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে? ঠিক কী হয়েছিল তাঁর?

আচমকাই অসুস্থ অভিনেত্রী। বর্তমানে 'টুম্পা অটোওয়ালি' সিরিয়ালে অভিনয় করছেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন সৈরিতি। আপাতত শ্যুটিং থেকে দূরেই আছেন তিনি। তবে এই মুহূর্তে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন হাসপাতালে থাকার ছবিও।

ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে? ঠিক কী হয়েছিল তাঁর? একটি বিশিষ্ট সংবাদমাধ্যমকে সৈরিতি জানিয়েছেন, গত পরশু থেকেই শরীরের অবনতি হতে শুরু করে তাঁর। চোখ খুলতে পারছিলেন না। অভিনেত্রী জানিয়েছেন পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাই ওষুধও খেয়েছিলেন তিনি। ডিহাড্রেশনের কারণেই মূলত শরীর আরও খারাপ হয়েছিল তাঁর। খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন সৈরিতি। তবে এখন সুস্থ তিনি। আর এক-দু'দিনের মধ্যে ছাড়াও পেয়ে যাবেন তিনি। এখন কেবল ছাড়া পাওয়ার জন্যই অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন তিনি।

মেয়ে হওয়ার কারণে বেশ কিছুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন টেলি অভিনেত্রী। তবে এখন চুটিয়ে অভিনয় করছিলেন ছোট পর্দায়। কিছুদিন আগেও প্রিয় বন্ধু তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের শহরের একটি বিলাসবহুল রেস্তরাঁতে পার্টি করতে দেখা গিয়েছিল সৈরিতিকে। আপতত সৈরিতির পাশে রয়েছে তাঁর স্বামী, মেয়ে এবং পরিবার।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার