'পার্টনার খুঁজুন, কিন্তু কাউকে বলবেন না'! নবনীতার ডিভোর্স ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে নয়া সঙ্গীর ইঙ্গিত জিতুর?

তাহলে কি নবনীতা ও জিতুর মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে গেছে এরই মধ্যে। হাজার প্রশ্ন ঘোরাফেরা করছে নেটদুনিয়ার দেওয়ালে। তবে এই পোস্টের পরে আর মুখ খোলেননি অভিনেতা।

২৪ ঘন্টাও কাটেনি, স্ত্রী নবনীতা দাস পাঁচ বছরের 'অপরাজিত' দাম্পত্যে চিড় ধরার ঘোষণা করেছেন। অভিনেতা জিতু কমল ও নবনীতার বিয়ে ভাঙছে-একথা ছড়িয়ে পড়েছিল হু হু করে। এবার নয়া মোড়। স্ত্রীর ফেসবুক পোস্ট করার ২৪ ঘন্টা যেতে না যেতেই জিতুর পোস্টে নয়া সঙ্গী পাওয়ার জল্পনা। ফাইন্ড আ পার্টনার অ্যান্ড টেল নো ওয়ান...' ঠিক এই লাইনেই অভিনেতা জিতু কামালের ফেসবুক পোস্ট। পোস্টের শুরুতেই লিখেছেন, 'বি প্রাইভেট'।

জিতু কমল ফেসবুকে দেবাদিদেব মহাদেবের একটি ছবি শেয়ার করে লিখেছেন, "গোপনীয়তা রাখুন। ঘুরুন কিন্তু কাউকে বলবেন না...

Latest Videos

পার্টনার খুঁজুন কিন্তু, কাউকে বলবেন না...

সুখী থাকুন কিন্তু, কাউকে বলবেন না...

মানুষ সেই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে দিতে পারে।' এই কয়েকটা কথায় বেশ ধন্ধে নেটিজেনরা। তাঁরা বলছেন তাহলে কী জিতুর জীবনে নতুন কোনও সঙ্গীর আগমন হয়েছে, নাকি রহস্য জিইয়ে রাখতেই এই পোস্ট। তাহলে কি নবনীতা ও জিতুর মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে গেছে এরই মধ্যে। হাজার প্রশ্ন ঘোরাফেরা করছে নেটদুনিয়ার দেওয়ালে। তবে এই পোস্টের পরে আর মুখ খোলেননি অভিনেতা।

উল্লেখ্য বৃহস্পতিবার জিতু কমল ও নবনীতা দাস বিয়ে ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। এই খবর প্রথম জানা যায় নবনীতার সোশ্যাল মিডিয়া পোস্টে। বৃহস্পতিবার সকালে নবনীতার পোস্টে চোখ আটকে যায় সবার। ফেসবুকে তিনি লেখেন 'টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা... একজনের জন্য বানানো Green tea আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা...Towel শেয়ার হবেনা, Sun screen ভাগাভাগি হবেনা....কিছুই আর একসাথে হবেনা...তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, Gas booking থেকে Mediclaim pay সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক...ভালো থাকো'

সিরিয়ালের সেট থেকে বন্ধুত্ব, প্রেম। ঘটা করে বিয়ে হয় দুজনের। তবে ভাঙন ধরার আঁচ সেভাবে কখনও পাননি ভক্তরা। নবনীতার কথায় তাঁরা তিন মাস ধরে আলাদা থাকছিলেন। কীভাবে এই পরিস্থিতি সামলানো উচিত, তা বুঝতে পারছেন না।

আপাতত জিতু একের পর এক ছবিতে সই করে চলেছেন। আবারও লন্ডনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং করতে যাওয়ার কথা নায়কের। অন্য দিকে, নবনীতাও শুরু করেছেন নতুন সিরিয়াল ‘বিয়ের ফুল’। ব্যক্তিগত জীবনের এই টানাপড়েন ভুলে এই মুহূর্তে কাজে মন দিতে চান অভিনেত্রী।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar