Filmfare Award Bangla 2022 :কাঁধখোলা হাই থাই স্লিটে বোল্ড শুভশ্রী, ইশার লো নেকে চোখ আটকে ভক্তদের

 

অনুষ্ঠিত হয়ে গেল বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। পঞ্চম তম বর্ষে বসেছিল চাঁদের হাট। কে কাকে টেক্কা দেবেন, তা নিয়েই ছিল উন্মাদনা। রূপের ছটায় হটনেসে রেড কার্পেট মাতালেন টলি তারকারা, আপনার চোখে কে সেরা, দেখে নিন একনজরে।

Web Desk - ANB | Published : Mar 11, 2023 12:07 PM
114

বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পঞ্চম তম বর্ষ অনুষ্ঠিত গেল। তবে কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। কাকে ছেড়ে কাকে দেখবেন তা যেন ঠিক করাটাও মুশকিল। টলি নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখে চোখ সরানো যাচ্ছিল না এদিন। ওয়ান শোল্ডার হাই থাই স্লিট গাউনে সুপারবোল্ড লুকে রেড কার্পেট মাতিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

214

টলিপাড়ার চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও কম কীসে। তাকে নিয়ে সর্বদাই চর্চা হয়ে আসছে। এবার রেড কার্পেট লুকেও তার অন্যথা হল না। সবুজ রঙের শিফন শাড়ির সঙ্গে স্টাইলিস জ্যাকেটে লাস্যময়ী শ্রাবন্তী।

314

টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এখন নেটদুনিয়ার হট সেনসেশন। ফ্যাশন স্টেটমেন্টে তিনি সর্বদাই নজর কাড়েন নেটিজেনদের। এদিন রেড কার্পেটেও নীল রঙের লং গাউন পরেছিলেন ঋতাভরী। পোশাকের নেকলাইনে বেরিয়ে ছিল বক্ষ-বিভাজিকা, যা আরও গর্জিয়াস করে তুলেছে ঋতাভরীকে।

414


টলি নায়িকা পায়েল সরকার এক কথায় অনবদ্য। ফিল্মফেয়ার রেড কার্পেটে এদিন বেইজ রঙের একটি টু-পিসে নজর কেড়েছেন পায়েল। ট্রান্সপারেন্ট পোশাকে অনাবৃত পায়ে চোখ আটকে গিয়েছে ভক্তদের।

514

রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া  শিক্ষায় নিয়োগ দুর্নীতি চর্চায় ভালভাবেই নাম জড়িয়েছে কৌশানি ও বনির। এই বিতর্কের মাঝেও রেড কার্পেটে উপস্থিত ছিলেন বনি ও কৌশানি। কালো রঙের হাই থাই স্লিট গাউনে দেখা গেছে কৌশানিকে এবং  কালো রঙের ব্লেজার পরেছিলেন বনি।

614

টলি অভিনেত্রী তৃণা সাহাও কম কীসে। রেড কার্পেট লুকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তৃণা সাহা। নীল রঙের সিকোয়েন্সের কাজ করা শর্ট ওয়ান পিসে নজর কেড়েছেন তৃণা সাহা।

714

 টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ।  নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ছবি  দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। রেড কার্পেটেও সেই ধারা বজায় রাখলেন নায়িকা। ফ্যাশন কুইন মনামী এদিন স্কিনফিট সিলভার গাউনে হাজির হয়েছিলেন। 

814

রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া  শিক্ষায় নিয়োগ দুর্নীতি চর্চায় ভালভাবেই নাম জড়িয়েছে কৌশানি ও বনির। এই বিতর্কের মাঝেও রেড কার্পেটে উপস্থিত ছিলেন বনি ও কৌশানি। কালো রঙের হাই থাই স্লিট গাউনে দেখা গেছে কৌশানিকে এবং  কালো রঙের ব্লেজার পরেছিলেন বনি।

914

টলি অভিনেত্রী সন্দীপ্তা সেনের সাজও ছিল বেশ নজরকাড়া। নীল রঙের সরু স্ট্র্যাপের গাউন, গলায় নেকলেস পরে রেড কার্পেট মাতিয়েছেন বং ডিভা।

1014

টলি অভিনেত্রী ইশা সাহা একটু অন্যভাবেই সেজেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। লাল ও কালো রঙের গাউন পরেছিলেন তিনি। হাই থাই স্লিট গাউনের লো নেকলাইনে চোখ আটকে গিয়েছিল ভক্তদের।
 

1114

টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখে চমকে গেছিলেন ভক্তরা। রেড কার্পেট মাতাতে কালো রঙের অফ শোল্ডার গর্জিয়াস গাউন পরেছিলেন ঐন্দ্রিলা। হট ক্লিভেজ থেকে চোখ সরাতে পারছিলেন না ভক্তরা।

1214

টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখে চমকে গেছিলেন ভক্তরা। রেড কার্পেট মাতাতে কালো রঙের অফ শোল্ডার গর্জিয়াস গাউন পরেছিলেন ঐন্দ্রিলা। হট ক্লিভেজ থেকে চোখ সরাতে পারছিলেন না ভক্তরা।

1314

তবে বঙ্গতনয়ারাই শুধু নয়, ফ্যাশনে কড়া টক্কর দিয়েছেন পুরুষরা। বেশিরভাগই কালো পোশাকে এদিন সেজেছিলেন। ধূসর ব্লেজার, কালো শার্টে দেখা গিয়েছে টোটা রায় চৌধুরীকে।
 

1414


মিঠাই ধারাবাহিকের ওমি আগরওয়ালও রেড কার্পেটে নজর কেড়েছেন। সেমি ফরমাল লুকে দেখা গিয়েছে জন ভট্টাচার্যকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos