প্রকাশ্যে এল তৃণা ও শন অভিনীত 'পিলকুঞ্জ'-র ফার্স্ট লুক, বাস্তব ঘটনার নিয়ে আসছে সিরিজটি

আসছে পিলকুঞ্জ। প্রকাশ্যে এল পিলকুঞ্জ ওয়েব সিরিজের ফার্স্ট লুক। ২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরী একটি সিরিজ।

Sayanita Chakraborty | Published : Jul 26, 2023 9:57 AM IST
110

আসছে পিলকুঞ্জ। ছবিটি পরিচালনা করছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করবেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরী একটি সিরিজ। একটি ব্যাঘ্র সংরক্ষণ এলাকার সংলগ্ন ছোট্ট গ্রামে, লাগাতার ভয়াবহ কেলেঙ্কারি ঘটে চলেছিল।

210

প্রায়শই বাঘের হাতে নৃশংস মৃত্যু হতে থাকে বিভিন্ন গ্রামবাসীর। এই ঘটনার প্রেক্ষিতে লুকিয়ে ছিলো এক ভয়ানক ও মারাত্মক পরিকল্পনা। সেই পরিকল্পনার সত্য যাচাই করতে একজন সাংবাদিক সেখানে হাজির হন। তিনিই সিরিজের প্রধান চরিত্র।

310

সিদ্ধার্থ অর্থাৎ সেই সাংবাদিক এত ফোটোগ্রাফারের ছদ্মবেশ ধরেন। ঘটনাচক্রে দুষ্কৃতীদের হাতে ধরা পড়েন। তাঁর পুরো জার্নির মধ্যে দিছে ছবি গল্প আবর্তিত হয়েছে।

410

ছবির পরতে পরতে আছে রহস্য। আছে অ্যাডভেঞ্চার। সিদ্ধার্থ তাঁর জার্নিতে সঙ্গী পাবেন এক মহিলা ডাক্তারকে। বিদিতা, গ্রামের স্বাস্থ্যে কেন্দ্রের সঙ্গে যুক্ত সেই মহিলা ডাক্তার। সে হঠাৎই জড়িয়ে পড়বে সিদ্ধার্থর লড়াইয়ে।

510

তারা দুজনে জঙ্গলের আসল রহস্য উন্মোচন করতে পারে কি না, তা নিয়ে ছবিটি। ছবিতে ঘন জঙ্গল, নদী, গভীর অরণ্য পথ দেখানো হয়েছে। রয়েছে একাধিক অ্যাকশন সিক্যোয়েন্স। সঙ্গে অবশ্যই আছে সম্পর্কের টানাপোড়েন। একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে, পিলকুঞ্জ। ওটিটি-তে মুক্তি পাবে ছবিটি।

610

একাধিক তারকা করেছেন ছবিতে। সিদ্ধার্থ-র চরিত্রে অভিনয় করেছেন - শন ব্যানার্জী। বিদিতা -র চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা। রামবাবু -র চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ। শৈলেশ - জোয়ী দেবরায়। সতিন্দর বুল্টি -র চরিত্রে অভিনয় করেছেন – দেবতনু।

710

ঝর্ণা --র চরিত্রে অভিনয় করেছেন বৃষ্টি রায়। গুল্লা --র চরিত্রে অভিনয় করেছেন সোহম গুহা পত্তাদার। ডাঃ বীরবাহাদুর-র চরিত্রে অভিনয় করেছেন প্রতীক রায়। জগমোহন-র চরিত্রে অভিনয় করেছেন সৌরভ সাহা। কেশব-র চরিত্রে অভিনয় করেছেন পালওয়াল চক্রবর্তী। মোহন্তি -র চরিত্রে অভিনয় করছেন গৌতম মৃদ্ধা।

810

ছবি প্রযোজক ঐন্দ্রিলা ব্যানার্জী। পরিচালনা, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফী, সম্পাদনা ও নেপথ্য সঙ্গীতের দায়িত্বে অর্ণব রিঙ্গো ব্যানার্জী। সাউন্ড ডিজাইন ও শব্দ বিন্যাস করছেন তীর্থঙ্কর মজুমদার। ভিসুয়াল এফেক্সের দায়িত্বে আছেন রজত দলুই।

910

এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা দেবেন তৃণা। ছোটপর্দার গুণগুণকে আগেও দেখা গিয়েছে ওয়েব সিরিজে। শেষ গভীর জলের মাছ সিরিজে দেখা দিয়েছিল। এবার দেখা দেবেন পিলকুঞ্জ সিরিজে।

1010

এই সিরিজ প্রসঙ্গে পরিচালক জানান, বাস্তব কাহিনির ওপর ভিত্তি করে তৈরি এই সিরিজ। আজও সেই বাস্তব চিত্র সতেজ আছে উত্তর ভারতের সেই বিশেষ গ্রামে। যা তিনি তুলে ধরে চলেছেন ছবির পর্দায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos