Ritabhari Chakraborty: গোলাপী পোশাকে উঁকি মারছে ক্লিভেজ, ঋতাভরীর ‘হট বার্বি’ লুক উষ্ণতা ছড়াল সোশ্যাল মিডিয়ায়

হট অবতারে দর্শকদের ধরে রাখতে বেশ সিদ্ধহস্ত টলিউডের একাধিক অভিনেত্রী। এই তালিকার শীর্ষে রয়েছেন ঋতাভরী। সদ্য হট ছবি পোস্ট করে খবরের শিরোনামে উঠে এসেছেন নায়িকা।

 

Sayanita Chakraborty | Published : Jul 19, 2023 8:43 AM IST / Updated: Jul 19 2023, 02:19 PM IST
110

গোলাপী পোশাকে ভক্তদের ঘুম কাড়লেন নায়িকা। সদ্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঋতাভরী শেয়ার করেছেন নিজের একাধিক হট ছবি। ছবিতে গোলাপী রঙের পোশাকে সাজকে দেখা গিয়েছে নায়িকাকে। নিজের এক গুচ্ছ ছবি শেয়ার করে নিজেকে বার্বি ডলের সঙ্গে তুলনা করেছেন নায়িকা।

210

নিজের এক গুচ্ছ ছবি শেয়ার করে একটি ক্যাপশন লিখেছেন। যার অর্থ- আমার বার্বি জগতে বসবাস। বার্বি মুভির জন্য বিশ্ব গোলাপী হয়ে গিয়েছে। তাই আমি। বার্বির জন্য চিরকাল ভালোবাস। - নিজের ছবির সঙ্গে ঠিক এমন ক্যাপশন লিখেছেন নায়িকা। সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন, বার্বি মুভ। বার্বি কোর। লাভ ফর পিঙ্ক।

310

ভাইরাল হওয়া ছবির সব কয়টিতে গোলাপী রঙের পোশাকে সেজেছেন ঋতাভরী। পায়ে গোলাপী বুট জুতো। গোলাপীর রঙের মোজা। হাতে গোলাপী ব্যাগ। খোলা চুল। কানে গোলাপী দুল।

410

পরনে সাদার ওপর গোলাপী স্ট্রাইপ করা লং ড্রেস। যেটি খানিকটা শার্ট স্টাইলের। তেমনই পরেছেন গোলাপী রঙের ব্রা। যা পোশাকের ওপর অংশ দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে।

510

গোলাপী ব্রা-র ভিতর থেকে উঁকি দিচ্ছে তাঁর ক্লিভেজ। যা নজর কেড়েছে তার ভক্তদের। এক কথায় বেশ আকর্ষণীয় ও হট লাগছে নায়িকাকে।

610

এমন একাধিক বার ঋতাভরীর হট লুক সকলের চোখে ধরা পড়েছে ভক্তদের নজরে। বহুবার মারকাটারি ফিগারে বোল্ড অবতরে মাঝে মধ্যে দেখা যায় ঋতাভরীকে। তাঁর রূপের জাদুতে মুগ্ধ সকলে।

710

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে প্রায়শই খবরে আসেন ঋতাভরীর । ছবিতে তাঁর শরীরী উষ্ণতায় আগুন ধরল সোশ্যাল মিডিয়ায়। তাঁর হট ছবি দেখে ফের একবার মুগ্ধ হলেন ভক্তরা।

810

এমন হট বার্বি সেজে ঘুম কাড়লেন সকলের। কোনও ছবিতে ব্যাগ নিয়ে পোজ দিয়েছেন। আবার কোনও ছবিতে পোজ দিয়েছেন কোনও অ্যাকসেসরিজ ছাড়া। এরই সঙ্গে পুরো ছবি জুড়ে শুধু গোলাপী আভা। পিছনে গোলাপী ব্যাকগ্রাউন্ড। পরনে একই রঙের পোশাক। মেকআপেও রয়েছে গোলাপী আভা।

910

এদিকে শোনা যাচ্ছে, শীঘ্রই ওয়েব দুনিয়ায় পা রাখবেন ঋতাভরী চক্রবর্তী। প্রথম বার কাজ করতে চলেছেন সুরিন্দর ফিল্মসের সঙ্গে। ফের একবার চেনা ছকের বাইরে দেখা যাবে নায়িকাকে।

1010

সায়ন্তনী পূততুণ্ডুর ‘নন্দিনী’ উপন্যাস অবলম্বনে তৈরি হবে ওয়েব সিরিজ। আর এই সিরিজ দিয়েই ডেবিউ করবেন নায়িকা। সিরিজের এক গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজটি পরিচালনা করবেন মীর ফালাক। এই সিরিজে একজন গর্ভবতী মায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী।

Share this Photo Gallery
click me!

Latest Videos