কেক কেটে মধ্যরাতে বার্থ ডে সেলিব্রেশন, রাজের জন্মদিনে আদুরে-চুমুতে ভরিয়ে দিলেন শুভশ্রী, রইল ছবি

৪৮-শে পা দিলেন টলিউডের স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী। হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও জন্মদিনের আগের রাতটা পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করেন রাজ চক্রবর্তী।  রাজকে জড়িয় ধরে আদরে-চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী।

 

বয়স প্রায় ৫০-এর দোড়গোড়ায়। ৪৮-শে পা দিলেন টলিউডের স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় পরিচালককে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরাও। টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনটা বড্ড স্পেশ্যাল পরিণীতি শুভশ্রীর কাছে। এই দিনটার জন্য প্রতিবছরেই স্পেশ্যাল কিছু আয়োজন থাকে। এবারও তার অন্যথা হল না। টলিউডের স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন বলে কথা, স্পেশ্যাল ব্যাপার তো কিছু থাকতেই হবে।

Latest Videos

সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল মধ্যরাত থেকেই। হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও জন্মদিনের আগের রাতটা পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করেন রাজ চক্রবর্তী। প্রতিবারের মতো পরিবার, স্ত্রী, সন্তানের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করলেন রাজ চক্রবর্তী। সম্প্রতি বার্থ ডে সেলিব্রেশনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী। যেখানে দেখানে যাচ্ছে টেবিলে সাজানো দুটো কেক, যার উপর জ্বলছে মোমবাতি, কালো রঙের টি-শার্ট পরে আনমনা হয়ে বসে রয়েছেন বার্থ -ডে বয় রাজ চক্রবর্তী। অন্য ছবিগুলিতে রাজকে জড়িয় ধরে আদরে-চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী।

স্বামী রাজের জন্মদিনে আদুরে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি মিষ্টি ক্যাপশন। যেখানে লেখা রয়েছে,শুভ জন্মদিন পার্টনার রাজ চক্রবর্তী,আমি জানি আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা যে আমার জীবনে তোমাকে পেয়েছি। আমি তোমার সমস্ত সুখ, স্বাস্থ্য, সাফল্য কামনা করি। আমি তোমাকে বিশ্ব আমার ভালবাসা কামনা করি। তুমিই সবচেয়ে শ্রেষ্ঠ । এভাবে আদরে ভালবাসার চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। কালো রঙের টুইনিং পোশাকে দেখা গিয়েছে রাজ ও শুভশ্রীকে। শুভশ্রীর এই পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেম ভক্তরা। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। কয়েকদিন আগেই শেষ হয়েছে ভালবাসার দিন উদযাপন। বাঙালির ভ্যালেন্টাইন শুরু হয় সরস্বতী পুজো দিয়ে আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালবাসার মানুষকে প্রেমে- আদরে ভরিয়ে দেন। তবে জানেন কি, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয়, বরং ২১ ফেব্রুয়ারির দিনটিকেই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মনেপ্রাণে মানেন শুভশ্রী গাঙ্গুলি । ২১ ফেব্রুয়ারি দিনটি বড্ড স্পেশ্যাল শুভশ্রীর কাছে। প্রেম দিবস পেরিয়ে গেলেও এই বিশেষ দিনটিকেই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মানেন ইউভানের মাম্মা । কারণ আজ তার ভালবাসার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন। টলি পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর আজ জন্মদিন। স্বামীর জন্মদিনের দিন ভালবাসায় ভরিয়ে দিলেন রাজকে।

 

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী