মা ও বাবার অবৈধ সম্পর্কের জন্যই নাকি বিয়ে করতে পারছেন না অঙ্কুশ- ঐন্দ্রিলা, ফাঁস হল আসল সত্য

বাবা ও মায়ের প্রেমের জন্য আর বিয়ের পিঁড়িতে বসতে পারছেন না অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে শেষ পর্যন্ত বিয়েটা কাদের হবে, তা জানতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

গত ১১ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় চোখ বন্ধ করে ঠোঁটঠাসা চুম্বনের ছবি পোস্ট করেন অঙ্কুশ। প্রেমিকাকে কোলে বসিয়ে নিয়ে আদরে মাখামাখি ছবি দেখতে দেখতেই চোখ আটকে গেছিল ক্যাপশনে। এত রোম্যান্টিক ছবির ক্যাপশন এটা হতে পারে তা বোধনয় কল্পনা করতে পারেননি কেউই। রোম্যান্টিক এই ছবির ক্যাপশনে ভালবাসার মানুষের জন্য একটি ক্যাপশন লিখেছেন অঙ্কুশ। যেখানে লেখা- 'কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।' তারপর থেকেই তাদের বিয়ে নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কেন তারা বিয়ে না করার আসল কারণ বলতে পারছেন তা জানা গেল অবশেষে।

সোশ্যাল মিডিয়া পোস্টে অঙ্কুশ লেখেন, বিয়ে কেন হচ্ছে না। পাত্রর বাবার সঙ্গে পাত্রীর মায়ের চুটিয়ে প্রেম। কারণটা কোন মুখে বলতাম বলুন তো। তবে এটাও জানি না এই বছর ১৪ এপ্রিল আমরা বর-বউ হচ্ছি নাকি ভাই বোন। বিয়ে যাদেরই হোক, আপনাদের আমন্ত্রণ রইল। ১৪ এপ্রিল আমরা আসছি লাভ ম্যারেজ নিয়ে। ভ্যালেন্টাইন্স ডে-র দিনই বর ও কনের সাজে দেখা গিয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে। লাল বেনারসি, গা ভর্তি গয়না, কপালে চন্দন, নাকে, নথ, মাথায় মুকুট পরে কনের সাজে দেখা গিয়েছে ঐন্দ্রিলা সেনকে। অন্যদিকে লাল ও হলুদ রঙের পাঞ্জাবিতে একেবারে বরের বেশে ধরা দিয়েছেন অঙ্কুশ। তবে কি সত্যিই বিয়েটা সেরে নিলেন গোপনে-এই প্রশ্ন তুলেছিলেন অনুরাগীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিয়ে কেন হচ্ছে না সিরিজ বার করে ফেলেছেন তারকারা। প্রেমদিবসের দিন ভাইরাল ছবি দেখেই বোঝা গেছিল ছবিটা কোনও শুটিং সেটে তোলা। তবে এটা সিনেমা বা বিজ্ঞাপন সেটাই দেখার। সূত্রের খবর, পুরোটাই অঙ্কুশ ও ঐন্দ্রিলার আপকামিং সিনেমা লাভ ম্যারেজ ছবির প্রোমোশন।

Latest Videos

 

 

 

ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গেছে। অঙ্কুশের বাবার চরিত্রে দেখা যাচ্ছে রঞ্জিত মল্লিককে, যিনি কিছুতেই ছেলের লাভ ম্যারেজ মেনে নিচ্ছেন না, তাই ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করে। এবং মেয়ে দেখতে গিয়ে অঙ্কুশের প্রেমিকাকেই দেখতে যান রঞ্জিত মল্লিক। তবে সেখানে গিয়ে পছন্দ হয়ে যায় পাত্রীর মা অপরাজিতা আঢ্যকে। সেখান থেকেই শুরু হয়ে যায় তাদের প্রেমপর্ব। বাবা ও মায়ের প্রেমের জন্য আর বিয়ের পিঁড়িতে বসতে পারছেন না অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে শেষ পর্যন্ত বিয়েটা কাদের হবে, তা জানতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। চলতি বছরের ১৪ এপ্রিল, নববর্ষের দিন শুভমুক্তি পাবে অঙ্কুশ ও ঐন্দ্রিলা নতুন ছবি।

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today