Iman Chakraborty: ‘অটোস্ট্যান্ডটা পুরো ভাগাড়ে পরিণত হয়েছে’, এলাকার বেহাল অবস্থা নিয়ে সোচ্চার ইমন চক্রবর্তী

‘আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ডটা পুরো ভাগাড়ে পরিণত হয়েছে। ১০০ বার বলেও ঠিক হচ্ছে না। সত্যিই লজ্জাজনক। যাঁরা এখন ময়লা ফেলে চলেছেন, তাঁদেরও লজ্জা হোক।’

আধুনিক থেকে রবীন্দ্রসংগীত কিংবা মাটির গান- সব রকম গানে ইমনের কন্ঠে ধরা পড়ে নস্টালজিয়া। বিভিন্ন ধরনে গানে সব সময় মঞ্চ মাতিয়ে তোলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। সদ্য খবরে এলেন ইমন চক্রবর্তী। তবে, এবার নতুন কোনও গান নিয়ে নয়। বরং, পুজোর আগে কাজের বদলে এলাকার জটিলতা নিয়ে খবরে এলেন ইমন চক্রবর্তী। লিলুয়ার বাসিন্দা তিনি। বর্তমানে কলকাতার ফ্ল্যাটে থাকলেও লিলুয়াতে তাঁর বাবা থাকেন। সে কারণে প্রতি সপ্তাহে তিনি লিলুয়া যান। আর সেখানের বেহাল অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন গায়িকা।

সদ্য লিলুয়া নিয়ে পোস্ট করলেন ইমন চক্রবর্তী। লিখলেন, ‘আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ডটা পুরো ভাগাড়ে পরিণত হয়েছে। ১০০ বার বলেও ঠিক হচ্ছে না। সত্যিই লজ্জাজনক। যাঁরা এখন ময়লা ফেলে চলেছেন, তাঁদেরও লজ্জা হোক।’

Latest Videos

এরপরই নিজের এলাকার সমস্যা নিয়ে সোচ্চার হলেন ইমন চক্রবর্তী। সদ্য ডেঙ্গি নিয়ে মন্তব্য করলেও তিনি। ডেঙ্গি সারা শহর জুড়ে বেড়ে চলেছে। সে সময় লিলুয়ার এমন হাল চিন্তায় ফেলেছে ইমনকে। সদ্য গায়িকা এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি এখন থাকি কলকাতায়। কিন্তু, আমার বাবা থাকেন লিলুয়াতে। তাই সপ্তাহে তিন চার বার এখানে আসাই হয়। আগেও এমনটা দেখেছি। বলেছি। কাজ হয়নি। বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় খুবই ভালো মানুষ। ওঁকে এই সমস্যার কথা জানিয়েছিলাম। কিন্তু, সে ভাবে কিছু হয়নি। তাই আমি মদন মিত্রর সঙ্গেও কথা বলেছি।’

এই প্রসঙ্গে বিধায়ক রানা চট্টোপাধ্যায় জানান, তিনি এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তবে, তাঁকে সঠিক স্থানের ছবি ও লোকেশন পাঠানোর কথা বলেন।

তবে, ইমনের এই প্রতিবাদের পর কত দ্রুত তাঁর এলাকার চিত্র বদল হয় এখন তাই দেখার। এদিকে সদ্য তিনি পা দিলেন ৩৪-এ। জন্মদিনের দিন খবরে এসেছিলেন ইমন চক্রবর্তী। প্রতি বারই পরিবার, ছাত্রছাত্রী, পরিজনের সঙ্গে দিন কাটান নায়িকা। কিন্তু, এবার জন্মদিনের শুরু ছিল অন্যান্য বছরের থেকে আলাদা ভাবে করেন। এবার সেলিব্রেশন শুরু করেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে। সেলিব্রেশনের সেই সকল ছবি শেয়ার করে এক বিশেষ পোস্ট করেন ইমন চক্রবর্তী। জন্মদিনের আগের রাতে গিয়েছিলেন বৃদ্ধাশ্রমে। সেই সকল মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছিন, ‘আগামীকাল আমার জন্মদিন। সেই উপলক্ষে আমার ছাত্রছাত্রীরা এবং আমার প্রোডাকশনের সকল সদস্যরা মিলে আজ আমাকে একটি সারপ্রাইজ দিল। তাদের উদ্যোগে নবনীর বৃদ্ধাশ্রমের সকল আবাসিকদের সঙ্গে আমি ও আমার সময় কাটালাম।’

 

 

আরও পড়ুন

গাড়ির সজোরে ধাক্কায় রাস্তাতেই মৃত্যু মহিলার-গুরুতর আহত স্বামী, গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছেন অনুষ্কা শর্মা, ফের বিতর্ক নায়িকার ব্যক্তিগত জীবন ঘিরে

Urfi Javed: এক পা উন্মুক্ত অপরটি ঢাকা, ফের অদ্ভুত সাজে মুম্বইয়ের রাস্তায় উরফি জাভেদ

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury