সম্পূর্ণা থেকে ইন্দুবালার ভাতের হোটেল- অবশ্যই দেখুন এই কয়টি ওয়েব সিরিজ, রইল কয়টি সেরা সিরিজের খোঁজ

বর্তমানে রমরমিয়ে চলছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। বিভিন্ন রকম গল্প নিয়ে মুক্তি পাবে একাধিক সিরিজ। মন্দার থেকে ইন্দুবালার ভাতের হোটেল- অবশ্যই দেখুন এই কয়টি ওয়েব সিরিজ। রইল কয়টি সেরা সিরিজের খোঁজ।

Sayanita Chakraborty | Published : Sep 5, 2023 10:15 AM IST
17

মন্দার

অনির্বাণ ভট্টাচার্য, দেবাশীষ মন্ডল, সোহিনী সরকার, দেবেশ রায়চৌধুরী অভিনীত মন্দার ব্যাপক হিট করেছিল। পাঁচটি পর্ব রয়েছে এই সিরিজের। এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় সকলের নজর কাড়ে। তিনি প্রমাণ করেছিলেন তাঁর অভিনয় দক্ষতা।

27

ইন্দুবালার ভাতের হোটেল

ইন্দুবালার ভাতের হোটেল দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন শুভশ্রী। চেনা ছকের বাইরে বেরিয়ে অভিনয় করেন নায়িকা। ইন্দুবালার ভাতের হোটেল সিরিজে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেয়। সিরিজের কয়েকটি এপিসোডে বৃদ্ধার চরিত্রে দেখা যায় তাঁকে। একটি মেয়ের জীবন নিয়ে তৈরি ইন্দুবালার ভাতের হোটেল। ইন্দুবালার ভাতের হোটেল সেরিজটি পরিচালনা করেন দেবালয় ভট্টাচার্য।

37

গোরা

ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোরা অবশ্যই রাখুন আপনার ওয়াচ লিস্টে। তাঁর নিখুঁত অভিনয় মুগ্ধ করবে আপনাকে। গোয়েন্দা কাহিনি রয়েছে এই সিরিজের কেন্দ্রে। গোয়েন্দা গোরা কীভাবে তাঁর বুদ্ধির জোড়ে রহস্যের জাল খুলবে তা নিয়ে সিরিজটি।

47

সম্পূর্ণা

অবশ্যই দেখুন সম্পূর্ণা। সায়ন্তন ঘোষাল পরিচালিত সম্পূর্ণা ব্যাপক হিট করেছিল। সদ্য আসছে এই সিরিজের প্রিক্যুয়েল। বৈবাহিক ধর্ষণ নিয়ে তৈরি এই সিরিজ। দুই মেয়ের কাহিনি উঠে এসেছে সিরিজে। এই সিরিজের প্রধান চরিত্রে ছিলেন সোহিনী সরকার, রাজনন্দিনী পাল, প্রান্তিক ব্যানার্জ্জী, অনুভব কাঞ্জিলাল।

57

আবার প্রলয়

সদ্য মুক্তি পেয়েছে আবার প্রলয়। রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজটি। ওম্যান ট্রাফিকিং নিয়ে তৈরি এই সিরিজ। সুন্দরবনের নারী পাচার আটকাতে বদ্ধপরিকর অনিমেষ দত্ত। এই অন্যায় রুখতে গিয়ে তাঁর সামনে আসবে একের পর এক সত্য। সবার আগে রুবেলের খুনের মামলা আসে তার সামনে। সেই থেকে শুরু রহস্য। সিরিজে দেখা যাবে রুবেন খুনের অনুসন্ধান করতে গিয়ে তিনি পৌঁছাবেন সুন্দরবনের এক বাবার কাছে। রহস্য আরও ঘনীভূত হবে। কীভাবে একটি সমস্যার জট খুলতে গিয়ে একাধিক সমস্যা বেরিয়ে আসবে তা দেখা যাবে। এই নিয়ে সিরিজটি।

67

একেন বাবু

প্রয়াত লেখন সুজন দাশগুপ্তের উপন্যাস অবলম্বনে তৈরি একেন বাবু। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল একেন বাবু সিরিজটি। বর্তমানে এসেছে একেন বাবু সিরিজের সিক্যুয়েল। অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেন একেন বাবু চরিত্রে। সঙ্গে ছিলেন সুহোত্রা মুখোপাধ্যায়, সোমক ঘোষের মতো তারকারা।

77

ডাকঘর

দিতিপ্রিয়া রায় ও সুহোত্রা মুখোপাধ্যায় অভিনীত ডাকঘর অবশ্যই রাখুন তালিকায়। এই সিরিজে সকল তারকার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। একেবারে ভিন্ন ধরনের কাহিনি নিয়ে মুক্তি পায় ডাকঘর।

Share this Photo Gallery
click me!

Latest Videos