Yash Nusrat: গায়ে নেই জামা, কখনও স্পষ্ট উষ্ণ বিকিনি! যশ নুসরতের ‘হট’ ছবিতে উন্মাদ টলিপাড়া

Published : Sep 04, 2023, 11:12 AM IST

কারোর ক্যাপশনে রবিবারের ‘আসল্য’, কারোর আবার ‘বন্য হাওয়া’, নায়ক-নায়িকার ছবি জুড়ে তুখর উষ্ণতার ইঙ্গিত। 

PREV
14

‘চারপাশ জুড়ে আলস্য… কারণ আজ রবিবার’ এই শিরোনামেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন টলিউড অভিনেত্রী তথা বঙ্গের সাংসদ নুসরত জাহান।

24

নায়িকার ছবি জুড়ে ছুটির আমেজ, চারিদিকে মালদ্বীপের জ্বলজ্বলে সামুদ্রিক নীল আর লেসবিশিষ্ট সাদা ক্রশ টপের অন্দরে উঁকি দিচ্ছে নিয়ন রঙের বিকিনি।

34

তাঁর ভালোবাসার সঙ্গী যশ কিন্তু আলাদা ছবি পোস্ট করেছেন, তার শিরোনামে লেখা, ‘সূর্যের আলোয় বাঁচো, বন্য হাওয়া পান করো…’ । বলা বাহুল্য, তাঁর শার্টলেস শরীর দেখে ভক্তদের মন জুড়ে রোদ-বৃষ্টির আলোড়ন।

click me!

Recommended Stories