গোটা শরীরেই প্লাস্টিক সার্জারি, নিত্যদিনের কটাক্ষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া

Published : Oct 22, 2025, 04:11 PM IST
Jaya Ahsan

সংক্ষিপ্ত

অভিনেত্রী জয়া এহসান তাঁর সৌন্দর্য ও বয়স নিয়ে ওঠা লাগাতার কটাক্ষের জবাব দিয়েছেন। অনেকেই মনে করেন তিনি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করিয়েছেন, এই প্রসঙ্গে জয়া জানান যে তিনি এই সমস্ত মন্তব্য দেখেন এবং এর মাধ্যমে পুরুষদের মানসিকতা বোঝা যায়।

ফের খবরে জয়া এহসান। এক সময় টলিউড ও বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একসঙ্গে সামলেছেন। এখনও জোড় কদমে কাজ করে চলেছেন। তবে, এবার কাজ নয়, বরং অন্য এক কারণে খবরে এলেন জয়া এহসান। মোক্ষম জবাব দিলেন সমালোচকদের। পটকাস্টে মনের কথা বললেন। জানালেন সমালোচকদের কথা কতটা গুরুত্ব দেন তিনি। 

তাঁর সৌন্দর্য বারে বারে শুনতে হয় কটাক্ষ। তাঁর বয়স ঠিক কত, সেই নিয়ে বিস্তর চর্চা সর্বত্র। কেউ বলে তিনি চল্লিশোর্ধ্ব, কারও কথায় তিনি নাকি পঞ্চাশের কোঠায়। অনেকেরই কৌতূহল, জয়া এহসান ত্বক কীভাবে এমন টানটান মসৃণ। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নাকি তার সৌন্দর্য। নিজের রূপ নিয়ে বারে বারে নানান মন্তব্য শুনতে হয় তাঁকে। এবার এই নিয়ে মুখ খুললেন জয়া এহসান।

জয়া এহসান বলেন, ‘মানুষ বলে, আমার পুরো শরীরে, মাথা থেকে পা পর্যন্ত নাকি সার্জারি করা। বোটক্স, এটা- সেটা (ব্যবহার করি)- এগুলো বলে মানুষ। অনেকে ভাবে এ সব মন্তব্য দেখি না। আমি কিন্তু দেখি মাঝেমধ্যে। কমেন্ট বক্স দেখলে আমাদের দেশে পুরুষদের মানসিকতা বোঝা যায়।’

যৌবন ধরে রাখতে কখনও বোটক্স করেন কেউ। কখনও করে থাকেন ফিলারের ব্যবহার। এই যৌবন ধরে রাখতে নানান ট্রিটমেন্ট করে এক সময় প্রয়াত হন শেফালী জরীওয়ালা। এর পর থেকে যেন নায়িকাদের রূপচর্চার বিষয়ও আরও শোনা যাচ্ছে সর্বত্র। তেমনই এবার নিজের সৌন্দর্য নিয়ে কথা শুনতে হল জয়া কে। বারে বারে কাটক্ষ শুনতে হয়েছে তাঁকে। এবার তা নিয়ে মুখ খুললেন নায়িকা। এক পটকাস্টে জানালেন মনের কথা। জানালেন সমালোচকদের কথা তার কাছে কতটা গুরুত্ব পায়। এই মন্তব্য করে খবরে এলেন নায়িকা। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে