কাঞ্চন মল্লিকের বলিউডে পা, 'ভুল ভুলাইয়া ৩' মুক্তির আগে জানালেন নিজের অভিজ্ঞতা, দিলেন বিশেষ বার্তা

কাঞ্চন মল্লিক বলিউডে পা রাখলেন ভুল ভুলাইয়া ৩ ছবিতে। বিদ্যা, মাধুরী এবং কার্তিকের সাথে অভিনয় করবেন তিনি। নতুন বিয়ে এবং বলিউড অভিষেকের মধ্য দিয়ে ২০২৪ সালটা তাঁর জন্য গুরুত্বপূর্ণ।

Sayanita Chakraborty | Published : Nov 1, 2024 5:42 AM IST

বলিউডে পা রাখলেন কাঞ্চন মল্লিক। ভুল ভুলাইয়া ৩ ছবিতে বিদ্যা বালন, মাধুরী দিক্ষীত ও কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে তাঁকে। সেই খবর নিজেই জানালেন অভিনেতা। এই খবর শেয়ার করে কাঞ্চন লেখেন, ‘আমি হত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। প্রচুর ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। তবে, যখন একটা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলাম, মনে হচ্ছিল কেরিয়ারের প্রথম দিকটা আবার যেন ফিরে এসেছে। কিন্তু, যখন সেটে পৌঁছালাম, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মতোই প্রত্যেকটা মানুষ আমায় আপন করে নিলেন। এটা আমার কাছে অন্যতম প্রাপ্তি। একজন অভিনেতা হিসেবে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যে সমস্ত মানুষেরা আমায় এত বছর ধরে ভালোবেসেছেন, আমার কাছে প্রত্যাশা করেছেন, তাঁদের ধন্যবাদ জানানো মতো ভাষা আমার কাছে নেই। আমার আগামী কাজেও আপনাদের এমনই ভালোবাসা, সম্মান আর আশীর্বাদ চাই। আমার আগামী কাজ সম্ভবত দীবলিতে মুক্তি পাচ্ছে বড়পর্দায়। ছবিটির নাম ভুল ভুলাইয়া ৩। আমি গোটা ভুল ভুলাইয়া ৩ টিমকে শুভেচ্ছা, ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি।’

 

Latest Videos

 

এভাবে নিজের বলিউডে পা রাখার কথা নিজেই জানালেন অভিনেতা। এদিকে নতুন বিয়ে অন্যদিকে কেরিয়ারের নতুন পদক্ষেপ- সব মিলিয়ে ২০২৪ সালটা অভিনেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সদ্য নিজের তৃতীয় স্ত্রীর সঙ্গে কালীপুজো উদযাপন করলেন অভিনেতা। কেবল কালীপুজোই নয়, তাঁর বাড়িতে প্রত্যেকটি পুজোই উদযাপন করেন কাঞ্চন ও শ্রীময়ী। এক সময় কালীপুজো হত কাঞ্চনের বাড়িতে। তবে, পরবর্তীতে সেই পুজো বন্ধ হয়ে যায়। এবার সেই দায়িত্ব নিয়েছেন শ্রীময়ী। শোনা গিয়েছে, এবার নিজের হাতে পুজোর সব ব্যবস্থা করেছেন নায়িকা। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কাঞ্চন শ্রীময়ীর কালীপুজোর সাজের ছবি। লাল রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে কাঞ্চনকে। তেমনই শ্রীময়ী পরেছেন বেগুনী রঙের সবুজ পারের শাড়ি।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'বাংলাদেশ দুই টুকরো হলে ইউনূস দায়ী থাকবে' মশাল হাতে মিছিল বাংলাদেশী হিন্দুদের
কালীপুজোর দিনে নবদ্বীপের বড় বাজারে পুলিশের হানা, বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার এক ব্যবসায়ী
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী