কপিল শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন শ্রীজাত! রবীন্দ্রনাথকে অবমাননা করায় রেগে আগুন লেখক

কপিল শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন শ্রীজাত! রবীন্দ্রনাথকে অবমাননা করায় রেগে আগুন লেখক

কপিল শর্মার শোয়ে রবীন্দ্রনাথকে নিয়ে মসকরা! রেগেই আগুন শ্রীজাত। কর্তৃপক্ষ ক্ষমা না চাইলে আইনি পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন লেখক। কিন্তু ঠিক কী হয়েছিল?

ফের নেটফ্লিক্সে রবীন্দ্রনাথ নিয়ে বিতর্ক। বিতর্কে জড়ালেন কপিল শর্মা।The Great Indian Kapil Show -এর একটি পর্বে কৃষ্ণ অভিষেক কাজলের সামনে একলা চলো গানটিকে বিকৃত করে গেয়েছেন। আর এই মশকরাই একদম ভাল ভাবে দেখেননি শ্রীজাত।

Latest Videos

এক সপ্তাহের মধ্যে এই শোয়ের কক্তৃপক্ষের কাছ থেকে প্রকাশ্য ভাবে ক্ষমা চেয়েছেন তিনি। আর তা না হলে তিন একাই আইনি ব্যবস্থা নেবেন তা জানিয়েছেন নিজের ফেসবুক পোস্টে।

অবশ্য তার আগে কপিল এর নিজেকে ইন্ডাস্ট্রিতে দাঁড় করানোর লড়াইয়ের কথাও বারবার বলেছেন শ্রীজাত। কিন্তু শেষে এই গানকে বিকৃত করার জন্য ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

শ্রীজাত লেখেন, "এইবার রংটা একটু বেশি চড়ে গেছে, তাই লিখছি।" কেন, কোথায়, কীভাবে চড়ল রং, কেনই বা প্রয়োজনে আইনি পথে হাঁটবেন তিনি সেই ব্যখ্যাও দেন। দিনপাঁচেক আগে NETFLIX-এ 'The Great Indian Kapil Show'-এর একটি নতুন পর্ব সংযোজিত হয়, যেখানে অতিথিদের মধ্যে অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন উপস্থিত থাকেন। সেই পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন (যিনি নিজের নাম Krushna Abhishek লেখেন), এবং সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু একলা চলো রে গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে।"

লেখক আরও লেখেন, " সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবি'র সঙ্গে পরামর্শ করেই এই পোস্ট লিখছি, এটাও জানিয়ে গেলাম। আজ থেকে এক সপ্তাহ, অর্থাৎ ৭ নভেম্বর, ২০২৪-এর মধ্যে আমার দাবিগুলি গৃহীত, বিবেচিত এবং পূর্ণ না-হলে আমি আইনের পথে হাঁটব। বাংলা ভাষার একজন শব্দশ্রমিক হিসেবেই হাঁটব।"

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata