ফের বড়পর্দায় দেখা দেবেন মিঠুন, প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর 'সন্তান' ছবির প্রথম ঝলক

Published : Oct 31, 2024, 04:25 PM IST
Mithun Chakraborty

সংক্ষিপ্ত

কালীপুজোয় প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর 'সন্তান' ছবির ঝলক। ছবিতে বাবা ও ছেলের আইনি লড়াইয়ে দেখা যাবে। থাকছেন মিঠুন, শুভশ্রী এবং ঋত্বিক চক্রবর্তী। ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।

কালীপুজোর দিন দর্শকদের বিশেষ উপহার দিলেন রাজ চক্রবর্তী। প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর ছবির প্রথম ঝলক। বছর শেষে মুক্তি পেতে চলেছে নতুন ছবি সন্তান। আর এই ছবিতে ফের দেখা দেবেন মিঠুন চক্রবর্তী।

প্রকাশ্যে আসা প্রথম ঝলকে দেখা যাচ্ছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীকে। এখানে উকিলের বেশে দেখা দিয়েছেন শুভশ্রী। এই ছবি পোস্ট করা হয়েছে এসভিএফ-র পক্ষ থেকে। ক্যাপশনে লেখা, আঙুল ধরে হাঁটতে শেখানো যাকে… তার সঙ্গে হাঁটা আইনের পথে। এই ক্যাপশন থেকে স্পষ্ট বাবা ও ছেলের কোনও গল্প নিয়ে আসছে সন্তান। বাবা ও ছেলের আইনী লড়াই লড়বেন শুভশ্রী। এছাড়াও ছবিতে আছেন অনুসূয়া মজুমদার, অহনা দত্ত। ছবির ট্রেলার রিলিজ করবে আগামী কাল। চলতি বছর ডিসেম্বর আসছে ছবিটি।

মার্চ মাসে ছবির শ্যুটিং শুরু করেছিলেন রাজ। সেই সময় শোনা গিয়েছিল, ছবিটি পুজোয় মুক্তি পাবে। কিন্তু, শেষ পর্যন্ত ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ছবিটি। প্রজাপতি, শাস্ত্রীর পর রাজ চক্রবর্তীর সন্তান ছবিতে দেখা দেবেন মিঠুন।

 

 

এদিকে পুজোয় মুক্তি পেয়েছে বাংলা ছবি শাস্ত্রী। পথিকৃৎ বসু পরিচালনা করেছেন ছবিটি। এই ছবির প্রধান চরিত্রে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। সোহমস এন্টারটেন্টমেন্ট প্রযোজিত ছিল ছবিটি। এটি পুজোর সময় বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বক্স অফিসে ফের আসতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ডিসেম্বরে মুক্তি পাবে সন্তান। শুভশ্রী ও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে দেখা দেবেন অভিনেতা। চলছে তারই প্রস্তুতি।  

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার