কাজী নজরুল ইসলামের বায়োপিক! মুখ্য চরিত্রে থাকছে কে? রবীন্দ্রনাথের চরিত্রেও থাকবে বিশেষ চমক

Published : May 14, 2024, 02:26 PM IST
Kazi Nazrul Islam

সংক্ষিপ্ত

কাজী নজরুল ইসলামের বায়োপিক! মুখ্য চরিত্রে থাকছে কে? রবীন্দ্রনাথের চরিত্রেও থাকবে বিশেষ চমক

সিনে প্রেমীদের জন্য সুখবর! কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ছবির নামও রাখা হবে ‘কাজী নজরুল ইসলাম’ বলেই জানা গিয়েছ। এই ছবিতে নজরুল ইসলামের ভুমিকায় দেখা যাবে কাকে?

আবদুল আলীম পরিচালিত এই ছবিতে নজরুল ইসলাম চরিত্রে দাখা যাবে কিঞ্জল নন্দকে। ছবিটি নিয়ে ইতিমধ্যে একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "এই প্রথম নজরুলে বায়োপিক নিয়ে ছবি তৈরি হচ্ছে। আমি সত্যিই অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত। এই চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং। নজরুলের সম্পর্কে যা জানি তার থেকেও এই বেশি এই ছবিতে পাওয়া যাবে।

এর আগেও টলিউডের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে কিঞ্জলকে। ‘৮/১২ বিণয় বাদল দীনেশ’ ছবিতে বিনয় বসুর চরিত্রে দেখা গিয়েছে কিঞ্জলকে। এরপর নজরুলের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে বেশ খুশি অভিনেতা। তবে নজরুলের সঙ্গে তাঁর চেহারার বহু অমিল থাকায় প্রস্থেটিক মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। এই ছবিতে কিঞ্জলের রূপটানের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুন্ডু।

ছবিটিতে প্রচুর প্রস্থেটিক মেকআপের ব্যবহার থাকবে বলে জানা গিয়েছে। কিঞ্জল ছাড়াও এই ছবিতে বহু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, ফজলুর রহমন ও শান্তিলাল মুখোপাধ্যায়কে।

এ ছাড়াও এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় দেখা যেতে পারে চিরঞ্জিত চক্রবর্তী বা রঞ্জিত মল্লিককে বলেই কানাঘুঁষো শোনা যাচ্ছে। এই ছবিতে ফজলুল হকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। বিরজা সুন্দরীর চরিত্রে অভিনয় করছে কাঞ্চনা মৈত্র। এই ছবির প্রযোজনা করছে জেবি প্রোডাকশন ও সম্পাদনায় থাকছে অর্ঘকমল মিত্র বলে জানা গিয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার