বাঙালির সারা বছর ধরে উৎসব লেগেই আছে। অক্টোবরে ছিল দুর্গাপুজো। তারপর কালীপুজো ভাইফোঁটা। শেষ হতে না হতেই আসছে বড়দিন। আর এই সবের আগে শুরু হবে বাঙালির আরও এক বড় উৎসব কলকাতা চলচ্চিত্র উৎসব।
এবছর অনুষ্ঠিত হবে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার থিম সং। ২৯ দেশের ১৭৫ ছবি। ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার গল্প হলেও সত্যি। কিংবদন্তি এই পরিচালকের জন্মশতবর্ষ-ও পালিত হচ্ছে এবার উৎসব। ধনধান্যে বিকেল সাড়ে ৫টায় ছবিটি দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবনায় থিম সং গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
শুক্রবার রবীন্দ্রসদনে সাংবাদিক বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, কিফ সেক্রেটারি শান্তনু বসু, অভিনেতা অর্জুন চক্রবর্তী।
এবারের উৎসবে ১২৭টি ফিচার ফিল্ম এবং ৪৮ টি শর্ট ফিল্ম দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সিনে উৎসব গুনে ও মানে ক্রমশ কেমন আরও উন্নত হচ্ছে তা তুলে ধরেন ইন্দ্রনীল সেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা প্রান্তিক সিনেমাকে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং কিফ কর্তৃপক্ষতে ধন্যবাদ জানান।
এদিকে এবছর উৎসবের উদ্বোধনে থাকছেন না সলমন, শাহরুখ ও বচ্চন। থাকবেন শক্রুঘ্ন সিনহা, শাবানা আজবি, জাভেদ আখতার। থাকতে পারেন বিদ্যা বালন। এমনই খবর সর্বত্র।