৮ অক্টোবর পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে তিনটি বাংলা ছবি। মিঠুন চক্রবর্তীর ‘শাস্ত্রী’। দেব-সৃজীতের ‘টেক্কা’ এবং শিবপ্রসাদের ‘বহুরূপী’। দেখে নিন আয়ের নিরিখে দেখে নিন কে পেল প্রথম স্থান। ৮ দিনেই বহুরূপী ছবির আয় গড়েছিল রেকর্ড। এবার দেখে নিন ১০ দিনে কত আয় করল ছবিটি?
এখনও পর্যন্ত ‘টেক্কা’ ছবির আয় কত হল তা জানালেন দেব। তিনি জানান, ‘টেক্কা’র অভূতপূর্ব জার্নি জারি রয়েছে… ইতিমধ্যেই সম্প্রসারিত প্রথম সপ্তাহে ছবির আয় ৩.৫ কোটি টাকা। প্রযোজকের দেওয়া হিসেব বলেছে ১০ দিনে টেক্কার আয় ৩.৩২ কোটি টাকা।
‘শাস্ত্রী’র আয় এল প্রকাশ্যে। ১০ দিনেও শাস্ত্রী ছবির আয় ১ কোটি ছুঁতে পারেনি। ৮২ লক্ষ আয় করেছে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে এই ছবির শো সংখ্যাও একশোর নিচে নেমে এসেছে।
তেমনই ‘বহুরূপী’ ছবির আয় গড়েছে রেকর্ড। দশ দিনে আয় করেছে ৬.২৫ কোটি টাকা। গত ২৪ ঘন্টায় ছবি ১১ হাজারের বেশি টাকা বিক্রি হয়েছে বুক মাই শো-র মাধ্যমে। বহুরূপী রাজ্যের ১২১ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সপ্তমী থেকে দ্বাদশী পর্যন্ত ছবিটি ৯০০-র বেশি শো হাউজফুল পেয়েছে।
এদিকে কয়েকদিনের মধ্যেই মুক্তি পেয়েছিল দুটি হিন্দি ছবি। জিগরা আর ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও মুক্তি পেয়েছে। তবে, পশ্চিমবঙ্গে বাংলা ছবির দাপটে কার্যত হালে পানি পায়নি এই দুটি হিন্দি ছবিই। ইতিমধ্যেই গোটা ভারতের একাধিক জায়গায় মুক্তি পেয়ে গিয়েছে বহুরূপী ও টেক্কা। সব মিলিয়ে রমরমিয়ে চলছে বাংলা ছবি।