কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে? স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন

Published : Jan 08, 2026, 09:39 AM IST
EC s notice to TMC star MP Dev and his family members for  SIR hearing

সংক্ষিপ্ত

তৃণমূল কংগ্রেসের সাংসদ-অভিনেতা দেব এবং তাঁর পরিবারের সদস্যদের SIR হিয়ারিং-এর জন্য তলব করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, এনুমারেশন ফর্মে ২০০২-এর সঙ্গে লিঙ্কের একটি নির্দিষ্ট অংশ খালি থাকার কারণেই এই তলব। 

কদিন ধরে খবরে সাংসদ-অভিনেতা দেব। সদ্য SIR শুনানিতে এবার ডাকা পেয়েছেন তৃণমূল কংগ্রেসের এই জনপ্রতিনিধি। তাঁর সঙ্গে তাঁর পরিবারের তিন সদস্যকেও ডাকা হয়েছে বলে খবর। নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠান হয়েছে। এবার জানা গেল ঠিক কেন SIR হিয়ারিং-এ ডাকা হল সাংসদ-অভিনেতা দেবকে। তা স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এনুমারেশন ফর্মে যে অংশে ২০০২-র সঙ্গে লিঙ্কের উল্লেখ করা কথা ছিল, সেই নির্দিষ্টি অংশটি খালি ছিল দেব এবং তার পরিবারের। এই কারণেই তাঁদের ডাকা হয়েছে। সদ্য প্রকাশ্যে এল এমনই তথ্য। জানা গিয়েছে, ঠিক কেন দেব-কে ডাকা হল এসআইআর-র জন্য।

এদিকে নির্বাচন কমিশনের ডাক পেয়ে দেব বলেছিলেন 'কোনও না কোন কারণে আমি হেড লাইনে থাকছি, আমি পরিষ্কার বলতে চাইছি আমি ইন্ডিয়ান ভারতীয়, আমাদের দেশে যেটা আইন হবে আমাকে সেটা ফলো করতে হবে। এটা যদি ল অফ দা ল্যান্ড হয় সেটা আমি ফলো করব। ব্যক্তিগতভাবে আমার সেটা বলার কিছু নেই।'

সেদিন দেব আরও বলেছিলেন, 'যে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম ২০২৪-এ নির্বাচনে সেই সমস্ত কাজ শুরু হয়েছে, যে কাজটা ছয় মাস আগেই শুরু হওয়ার কথা ছিল টেন্ডার প্রবলেমের জন্য সে টেন্ডার শুরু হতে পারেনি, ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গিয়েছে অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে অনেকগুলো টেন্ডার পাস হয়েছে কাজ শুরু হয়ে গিয়েছে, সাংসদ দেব যে যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল দেব সেসব কথা ফেরায়নি'। এমনই কথা শোনা গিয়েছিল অভিনেতার মুখ থেকে। সে যাই হোক আপাতত ডাক পেলেন অভিনেতা। জানা যাচ্ছে, আগামী ১৪ জানুয়ারি দেবের সঙ্গে তাঁর মা, বাবা ও বোন যাদবপুরের কাটজুনগর হাই স্কুলে হেয়ারিং-র জন্য উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা