আরজিকর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশন হচ্ছে, কুণালের নিশানায় পুজোর ছবি ‘টেক্কা’

Published : Sep 18, 2024, 06:47 PM IST
Kunal Ghosh

সংক্ষিপ্ত

সদ্য প্রকাশিত টেক্কা ছবির টিজারের প্রচার কৌশল নিয়ে কটাক্ষ করলেন অভিনেতা কুণাল ঘোষ। 'আরজিকর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশন', বলে সমালোচনা করেছেন তিনি। এই প্রসঙ্গে উৎসব নিয়ে দেবের মন্তব্যের প্রেক্ষিতেও প্রশ্ন তুলেছেন কুণাল।

সদ্য প্রকাশ্যে এসেছে টেক্কা ছবির টিজার। এই ছবি ঘিরে এবার মন্তব্য করলেন কুণাল ঘোষ। এই আরজি কর আবহে এর আগেও অনেকের সমালোচনা করে খবরে এসেছেন তিনি। এবার তার নিশনায় টেক্কা।

সোশ্যাল মিডিয়ায় টেক্কা-র একটি হোর্ডিংয়ের ছবি ভাগ করে নিয়েছেন কুণাল। সেখানে দেখা যাচ্ছে, ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ক্যাপশনে লেখা, আমার মেয়েকে কে ফেরাবে? কিন্তু, ছবির এই বিজ্ঞাপনী প্রচারের কুণাল যে ব্যাখ্যা করেছে তা ঘিরে সমাজমাধ্যমে বিতর্কের সূত্রপাত ঘটেছে। তিনি সেই পোস্টারের ছবি পোস্ট করে লেখেন, ‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের তবু এই আরজিকর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখ লাগছে। উৎসবে ফিরব না অথচ সিনেমার পোস্টারে ফিরব, এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।’ এমনভাবে কটাক্ষ করলেন কুণাল। এই নিয়ে হল বিতর্ক। যা মুহূর্তে নজর কেড়েছে সকলের। 

 

 

তবে, উৎসব পালন নিয়ে অনেক দিন ধরেই চলছে নানান বিতর্ক। দেবও জড়িয়েছেন বিতর্কে। এই টেক্কা ছবিতে দেখা যাবে দেবকেও। কদিন আগে তিনিও উৎসব পালন প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে জড়ান। দেব বলেছিল, উৎসব মানে এই নয় যে, কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে। কিন্তু আমাদেরও তো কাজ করতে হবে। সকলে তো রোজ চাকরিতে যাচ্ছেন। কত মানুষের রুজিরুটি জড়িয়ে। আমাদের কাছে পাঁচ দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই পাঁচ দিনের রোজগারে।

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে