আরজিকর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশন হচ্ছে, কুণালের নিশানায় পুজোর ছবি ‘টেক্কা’

সদ্য প্রকাশিত টেক্কা ছবির টিজারের প্রচার কৌশল নিয়ে কটাক্ষ করলেন অভিনেতা কুণাল ঘোষ। 'আরজিকর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশন', বলে সমালোচনা করেছেন তিনি। এই প্রসঙ্গে উৎসব নিয়ে দেবের মন্তব্যের প্রেক্ষিতেও প্রশ্ন তুলেছেন কুণাল।

সদ্য প্রকাশ্যে এসেছে টেক্কা ছবির টিজার। এই ছবি ঘিরে এবার মন্তব্য করলেন কুণাল ঘোষ। এই আরজি কর আবহে এর আগেও অনেকের সমালোচনা করে খবরে এসেছেন তিনি। এবার তার নিশনায় টেক্কা।

সোশ্যাল মিডিয়ায় টেক্কা-র একটি হোর্ডিংয়ের ছবি ভাগ করে নিয়েছেন কুণাল। সেখানে দেখা যাচ্ছে, ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ক্যাপশনে লেখা, আমার মেয়েকে কে ফেরাবে? কিন্তু, ছবির এই বিজ্ঞাপনী প্রচারের কুণাল যে ব্যাখ্যা করেছে তা ঘিরে সমাজমাধ্যমে বিতর্কের সূত্রপাত ঘটেছে। তিনি সেই পোস্টারের ছবি পোস্ট করে লেখেন, ‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের তবু এই আরজিকর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখ লাগছে। উৎসবে ফিরব না অথচ সিনেমার পোস্টারে ফিরব, এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।’ এমনভাবে কটাক্ষ করলেন কুণাল। এই নিয়ে হল বিতর্ক। যা মুহূর্তে নজর কেড়েছে সকলের। 

Latest Videos

 

 

তবে, উৎসব পালন নিয়ে অনেক দিন ধরেই চলছে নানান বিতর্ক। দেবও জড়িয়েছেন বিতর্কে। এই টেক্কা ছবিতে দেখা যাবে দেবকেও। কদিন আগে তিনিও উৎসব পালন প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে জড়ান। দেব বলেছিল, উৎসব মানে এই নয় যে, কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে। কিন্তু আমাদেরও তো কাজ করতে হবে। সকলে তো রোজ চাকরিতে যাচ্ছেন। কত মানুষের রুজিরুটি জড়িয়ে। আমাদের কাছে পাঁচ দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই পাঁচ দিনের রোজগারে।

 

Share this article
click me!

Latest Videos

‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
গভীর রাতে দুষ্কৃতিদের চরম তাণ্ডব গোসাবায়! গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তাল গোটা এলাকা | Gosaba News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি