দিতিপ্রিয়া রায়
রানী রাসমনি সিরিয়ালে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন দিতিপ্রিয়া। এছাড়াও, মা, দূর্গা, অপরাজিত, বোমকেশ থেকে শুরু করে তারে আমি চোখে দেখিনি, তোমায় আমায় মিলের মতো প্রোজেক্টে কাজ করেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র জয় করেছেন নিজের অভিনয় দক্ষতা বলে। ইন্সটাগ্রামেও তিনি বেশ অ্যাক্টিভ। তাঁর ফলোয়ার প্রায় ৮৮২ হাজারেরও বেশি।