তাঁর পরিচালিত সেরা ছবি বেছে নেওয়ার বেশ কঠিন কাজ। একে একে পরশপাথর, জলসাঘর, অপুর সংসার, দেবী, অরণ্যের দিন রাত্রি, মহানগর, চারুলতা, কালপুরুষ ও মহাপুরুষ, নায়ক, চিড়িয়াখানা, প্রতিদ্বন্দ্বীর, সীমাবদ্ধ, অশনি সংকেত, জন অরণ্য, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, গণশক্র, ঘরে বাইরে, আগন্তুকের মতো ছবি দর্শকদের উপহার দিয়েছে। যা সবই ছিল সফল ছবি।