ফ্যাশন মানে রোগা বা মোটা নয়- ফ্যাশনের আসল মানে বলবেন ঋতাভরী, আসছে প্লাস সাইজ মেয়েদের কাহিনি

মোটা চেহারার লোকেরা প্রায়শই কটাক্ষের মুখোমুখি হন। তাদের চেহারা নিয়ে বারে বারে কটাক্ষ শুনতে হয়। কিন্তু, ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, ফ্যাশন করে নিজেকে সুন্দর করে সাজানো- এই বার্তা দিতে আসছেন ঋতাভরী। 

Sayanita Chakraborty | Published : Apr 27, 2023 9:17 AM IST
110

ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজানো- এই বার্তা দিতে আসছেন ঋতাভরী। সদ্য তারই ঝলক মিলল সোশ্যাল মিডিয়ায়। আশেপাশের মানুষদের গল্প নিয়ে আসছে ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি ভাইরাল হয়েছে, একাধিক ছবি। যেখানে বেশ কয়টি মেয়ের সঙ্গে দেখা গিয়েছে ঋতাভরীকে।

210

আসছে ফাটাফাটি। ঋতাভরীর পরনে হলুদ চুরিদার। হাতে শাঁখা ও পলা। চুলে বিনুনি। এজিকে আবির পরেছেন চেক শার্ট। চোখে কালো ফ্রেমের চশমা। ফিতে দিয়ে আটকে রেখেছেন আবীরকে। এমনই একটি ছবি বহুদিন আগে ভাইরাল হয়েছিল। যা দেখে সকলেই কটাক্ষ করেছিল ঋতাভরীর চেহারা নিয়ে।

310

ইদানিং, বেশ খানিকটা ওজন বেড়েছে ঋতাভরীর। যা দেখে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু, সম্প্রতি জানা যেন কেন ওজন বাড়ল ঋতাভরীর। আসছে ফাটাফাটি। যে ছবির প্রচারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একাধিক ছবি।

410

মোটা চেহারার লোকেরা প্রায়শই কটাক্ষের মুখোমুখি হন। তাদের চেহারা নিয়ে বারে বারে কটাক্ষ শুনতে হয়। কিন্তু, চেহারাটা মোটা হবে নাকি রোগা তা পুরোপুরি কারও হাতে নেই। অনেক সময় নানান শারীরিক জটিলতার কারণেও অনেকের ওজন বাড়ে।

510

হাজার চেষ্টার করেও অনেক সময় ওজন কমে না। আবার শারীরিক জটিলতার কারণে অনেকে ওজন কমাতে পারেন না। তেমনই অনেকে আছেন যারা ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এমনই একাধিক গল্প নিয়ে আসছে ফাটাফাটি।

610

তারই প্রচারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কিছু ছবি। আটজন মহিলাকে দেখা যাচ্ছে এর সঙ্গে। যেখানে ঋতাভরী ও তাঁর দিদি আছেন। রয়েছেন তানিকা বসু। তার সঙ্গে রয়েছে মোটা চেহারার বেশ কয়েক জন মহিলা। আর সকলেই পরছেন পছন্দের পোশাক। মোটা হলে সব ধরনের পোশাক মানায় না, এই ধারণা ভাঙতে আসছেন তারা।

710

ফাটাফাটি-র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। গত বছর এপ্রিলে শুরু হয়েছিল শ্যুটিং। চলতি বছর ১২ মার্চে মুক্তি পাবে ছবিটি।

810

রোগা হলেই যে সুন্দর আর মোটা হলে কুৎসিত- এই ধারণা রয়েছে অনেকের মনে। সে কারণে প্রতি নিয়ত রোগা হওয়ার জন্য লড়াই করে চলেছেন অনেকে। আমরা নিজেরাই এই ধারণা তৈরি করেছি। আর এটা আমাদের তৈরি করাই সুন্দর্যের বেঞ্চমার্গ। এই ধারণার কারণে প্রতি নিয়ত অনেকে অসম্মান হন।

910

অফিস কিংবা বন্ধুদের মাঝে সব সময়ই মোটা চেহারার মেয়েদের নিয়ে মজা করা হয়। তারা যেন মজার পাত্র। এই ধারণা ভাঙতে আসছে ঋতাভরী। এবার তিনি বলবেন, স্থূল চেহারার মেয়েদের গল্প। শোনাবেন, আমাদের চারপাশে থাকা সাধারণ মেয়েদের কাহিনি। সঙ্গে জানাবেন ফ্যাশনের মানে।

1010

ফ্যাশন মানে নিজেকে সুন্দর রাখা। ফ্যাশন মানে ওজন কমিয়ে সুন্দর হওয়া নয়। কিংবা ফ্যাশন মানে রোগা বা মোটা নয়। এই বার্তা দিতেই আসছে ফাটাফাটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ নিবেদিত ও উইনডোজ প্রযোজিত, জিনিয়া সেনের গল্প ও চিত্রনাট্যে অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ফাটাফাটি। যা বললে, একরাশ মোটা মেয়ের কাহিনি। যা শেখাবে ফ্যাশনের নতুন মানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos