ফ্যাশন মানে নিজেকে সুন্দর রাখা। ফ্যাশন মানে ওজন কমিয়ে সুন্দর হওয়া নয়। কিংবা ফ্যাশন মানে রোগা বা মোটা নয়। এই বার্তা দিতেই আসছে ফাটাফাটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ নিবেদিত ও উইনডোজ প্রযোজিত, জিনিয়া সেনের গল্প ও চিত্রনাট্যে অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ফাটাফাটি। যা বললে, একরাশ মোটা মেয়ের কাহিনি। যা শেখাবে ফ্যাশনের নতুন মানে।