কার্নিভালে ছিলেন না, ঘরের লক্ষ্মী পুজো কার সঙ্গে কাটালেন মিমি চক্রবর্তী? ছবি ফাঁস হতেই হইচই

কার্নিভালে ছিলেন না, ঘরের লক্ষ্মী পুজো কার সঙ্গে কাটালেন মিমি চক্রবর্তী? ছবি ফাঁস হতেই হইচই

দুর্গা পুজোর কার্নিভালে দেখা যায়নি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক বার পথে নামতে দেখা গিয়েছে তাঁকে। তবে প্রতিবছরের মতো এই বছর ধুমধাম করে লক্ষ্মী পুজো করলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন সেই ছবি।

এদিন বাড়ির লক্ষ্মুী পুজোর বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন মিমি চক্রবর্তী। ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছাবার্তাও দেন তিনি।

Latest Videos

নিজের হাতে মা লক্ষ্মীকে সাজিয়ে ফুলের থালা দিয়ে, প্রসাদ সাজিয়ে আরতি করেছেন মিমি। তবে পুরো পুজোটাই করেছেন মিমির মা। পোষ্যকে পাশে নিয়ে বসেছিলেন মিমি। ছবিটি শেয়ার করে ক্যাশনে লিখেছেন, "এসো মা লক্ষ্মী বসো ঘরে, লক্ষ্মীপুজোর অনেক শুভেচ্ছা।"

ছবিটি শেয়ার হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্ট জুড়ে। মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকে আবার তাঁকেও  মা লক্ষ্মী বলে মন্তব্য করেছেন। অন্যদিকে মিমির পোষ্যের সুন্দর আচরণ দেখে হতবাক নেট পাড়ার বাসিন্দারা। চুপচাপ বসে পোষ্য যেভাবে লক্ষ্মীপুজো দেখছিল তা দেখে রীতিমতো চমকে গিয়েছেন অনেকেই। কমেন্টে লিখেছেন,  “আপনার পোষ্য কী ভালো। শঙ্খ বাজানো শুনেও চেঁচাচ্ছে না।” আবার আরও একজন লিখেছেন, "দুই লক্ষ্মী এক ফ্রেমে।"

 

 

খুব শিঘ্রই মুক্তি পেতে চলেছে মিমি-র নতুন সিরিজ " ডাইনি"। হইচইতে মুক্তি পেতে চলেছে এই নতুন সিরিজ। দুই বোন যারা ডাকিনী তন্ত্রের প্যাঁচে জড়িয়ে পড়বে তাদের নিয়েই তৈরি হতে চলেছে এই নতুন সিরিজ।

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র