তারপর কেটে গিয়েছে ৪৭টা বছর। বাংলা গানের দুনিয়ায় মাইলস্টো হয়ে রয়ে গিয়েছে 'মহীনের ঘোড়াগুলি'। আজও উৎসবে, বিপ্লবে কান পাতলেই শোনা যায় মহীনের অন্যতম জনপ্রিয় গান 'ভালবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে।' ভানুদা, বাপিদাদের হাতেই সৃষ্ট এই কালজয়ী গান। গানের সুর বেঁধেছিলেন মণিদা।