‘বুকের একটা অংশ খালি খালি লাগছে...’ মিঠাই-র বিদায় বেলায় আবেগঘন পোস্ট বড় জামাই রাজীবের

‘বিদায় লাভগুরু রাজীব কুমার। বিদায় মনোহরা। বিদায় মোদক পরিবার। আজকে বুকের একটা অংশ খালি খালি লাগছে। সবাই খুব ভালো থাকি একসঙ্গে, এইটুকুই প্রার্থনা করি। জয় গোপাল। সুখ, দুখে, মিষ্টি মুখে।’- সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনই একটি পোস্ট করলেন সৌরভ চট্টোপাধ্যায়।

Sayanita Chakraborty | Published : Jun 9, 2023 2:50 AM IST / Updated: Jun 09 2023, 08:33 AM IST
110
মিঠাই

শেষ হচ্ছে ‘মিঠাই’। আজই দেখা যাবে অন্তিম পর্ব। তার আগে ‘মিঠাই’ সিরিয়ালের বিদায় বেলায় এমন একখান পোস্ট করে সকলের নজর কাড়লেন সৌরভ। মনের ভাবনা জানালেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। এরই সঙ্গে জুড়ে দিলেন নিজের অভিনীত চরিত্রের একাধিক ছবি।

210
সৌরভ ও কৌশাম্বী

‘মিঠাই’ সিরিয়ালের প্রতিটি চরিত্রের মতো মোদক বাড়ির বড় জামাইয়ের চরিত্রে রাজীব নজর কেড়েছিল সকলের। উচ্ছেবাবু ও মিঠাইয়ের পাশাপাশি পার্শ্ব চরিত্রে বড় জামাই রাজীব সকলের ভালোবাসা পেয়েছিল। এবার সেই ‘মিঠাই’ সিরিয়ালের বিদায় বেলায় এক বিশেষ পোস্ট করে নজর কাড়লের সকলের।

310
মোদক পরিবার

দীর্ঘদিন ধরে চলছিল এই সিরিয়াল। কিন্তু, গল্পের প্লট অনুসারে এবার শেষ হওয়ার পালা। ‘মিঠাই’ সিরিয়ালের সমাপ্তির কারণে শুধু দর্শকেরা নয় মন ভারাক্রান্ত সকল তারকাদেরও। দীর্ঘ আড়াই বছর এক সঙ্গে কাটিয়েছেন তাঁরা। এবার শেষ হল ‘মিঠাই’। আর ‘মিঠাই’ সিরিয়ালের সেট ও সকল সহকর্মী-বন্ধুদের বিদায় জানানোর বেলায় এমন আবেগঘন পোস্ট করলেন ‘মিঠাই’ সিরিয়ালের বড় জামাই রাজীব ওরফে সৌরভ।

410
মিঠাই

আগে শোনা গিয়েছিল ১১ জুন শেষ হবে সিরিয়াল। কিন্তু, পরে জানা যায়, চলতি সপ্তাহেই শেষ হচ্ছে ‘মিঠাই’-র কাহিনি। ১২ জুন সোমবার থেকে শুরু হবে গৌরী এল। শুক্রবার অর্থাৎ ৯ জুন শেষ বারের মতো টিভির পর্দায় হাজির হবেন ‘মিঠাই’। সিরিয়াল সম্প্রচার হবে সন্ধ্যা ৬টায়।

510
মোদক পরিবার

শেষ বেলায় একাধিক চমক থাকবে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত আর হাত বাদ পড়বে না মিঠাইয়ের। শেষ বেলায় আনন্দ আসতে চলেছে মোদক পরিবারে। সিরিয়ালের শুরুতে দেখা যাবে অপারেশন থিয়েটারে উপস্থিত উচ্ছে বাবু। মিঠাইয়ের হাত বাদ যেতে পারে, এমন খবর শোনার পর যথারীতি হতাশা তাঁকে ঘিরে ধরেছে।

610
সৌরভ ও কৌশাম্বী

কারণ হাত না থাকলে মিঠাই কীভাবে মিষ্টি বানাবে তা সকলেই প্রশ্ন। কিন্তু, এই পরিস্থিতিতে মন শক্ত করেছে মিঠাই। সেই উচ্ছেবাবুকে আশ্বাস দেবে এক হাত না থাকলে অপর হাত দিয়ে মিষ্টি বানাবে সে। তারপর শুরু হবে অপারেশন। কিন্তু, শেষ পর্যন্ত ঘটবে মীরাকেল। বাদ যাবে না মিঠাই-র হাত।

710
মোদক পরিবার

কিন্তু, কেন মিঠাইয়ে হাত বাদ যাবে না তা জানতে দেখতে হবে শেষ পর্ব। আজ সন্ধ্যা ৬টায় শেষ বারের মতো টিভির পর্দায় আসছেন মোদক পরিবার। সেকারণে সকলেরই মন ভারাক্রান্ত। দর্শক থেকে সিরিয়ালের কাস্ট- সকলেই আজ চোখের জলে ছাড়বেন সিরিয়ালের সেট।

810
মিঠাই

আর এই শেষ বেলায় খবরে এলেন সৌরভ। সিরিয়ালের পার্শ্ব চরিত্রের মধ্যে তিনি বেশ নজর কেড়েছিলেন সকলের। আর সেই চরিত্রকে বিদায় জানাতে ও সহকর্মী-বন্ধুদের থেকে আলাদা হতে তাঁর কেমন লাগছে তা জানালেন সৌরভ। অন্তিম পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে ভালো থাকার বার্তা দিলেন অভিনেতা।

910
মিঠাই

এদিকে, ‘মিঠাই’ শেষ হওয়ার আগে ভক্তদের সুখবর দিয়েছেন বড় জামাই রাজীব। শীঘ্রই আসছে তাঁর নতুন সিরিয়াল। অনস্ক্রিন স্ত্রী কৌশম্বির সঙ্গে জুটি বাঁধবেন সৌরভ। এবার তাঁর দেখা মিলবে স্টার জলসায়। আসন্ন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’য় দেখা দেবেন সৌরভ।

1010
মিঠাই

এই সিরিয়ালে তাঁর চরিত্র একেবারে অন্যরকম। রাজীবের মতো নয় একেবারেই। সে কারণে তিনি ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিরিয়ালে নায়কের মেজ মামার চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অনস্ক্রিন স্ত্রী কৌশম্বি। এদিকে সিরিয়াল ছাড়াও একাধিক ওয়েব সিরিজে প্রায়শই নজর কাড়েন সৌরভ। এই তালিকায় আছেন একেন বাবু।

Share this Photo Gallery
click me!

Latest Videos