শেষ বেলায় একাধিক চমক থাকবে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত আর হাত বাদ পড়বে না মিঠাইয়ের। শেষ বেলায় আনন্দ আসতে চলেছে মোদক পরিবারে। সিরিয়ালের শুরুতে দেখা যাবে অপারেশন থিয়েটারে উপস্থিত উচ্ছে বাবু। মিঠাইয়ের হাত বাদ যেতে পারে, এমন খবর শোনার পর যথারীতি হতাশা তাঁকে ঘিরে ধরেছে।