Ankush: ‘মির্জা’-র পোস্টার প্রকাশ্যে আসতেই ট্রোলিং-র শিকার, দক্ষিণী তারকাদের ছায়া অঙ্কুশের লুকে

Published : Oct 14, 2023, 07:43 PM IST
Tota Roy Chowdhury, Yash Dasgupta, Ankush Hazra, Gourab Chatterjee, Sean Banerjee, Anindya, Chatterjee, Rohaan Bhattacharya In Hot Pose

সংক্ষিপ্ত

মির্জা-র ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিং-র শিকার হলেন অঙ্কুশ হাজরা। ছবি মুক্তি পেতে খানিক দেরি। সম্ভবত ২০২৪ সালে মুক্তি পাবে মির্জা।

কদিন আগেই মুক্তি পেয়েছে প্রথম ওয়েব সিরিজ। সিরিজের নাম শিকাপুর। এই সিরিজের দৌলতে বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন। হাতে আছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। পরিচালকের আগামী ছবি অসুখ বিসুখ-এ দেখা দেবেন অঙ্কুশ। এই সব নিয়ে বেশ কিছুদিন ধরে রয়েছেন চর্চায়। আর এবার প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি।

আগেই বলেছিলেন, অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন মহালয়াতে চমক দেবেন। সেই অনুসারে প্রকাশ্যে এল নতুন ছবি চমক। সকাল সকাল প্রকাশ্য পেল অঙ্কুশ হাজরার আসন্ন ছবি মির্জা-র মোশন পোস্টার। যা জুড়ে শুধুই চমক। খানিকটা দক্ষিণী ছবির ধাঁচে বানিয়েছেন মির্জা ছবির মোশন পিকচার। যা মুক্তি পেতে প্রশংসার বদলে জুটল সমালোচনা।

মির্জা-র মোশন পোস্টার দেখা গিয়েছে অঙ্কুশের নতুন লুক। মুখ ভর্তি দাঁড়ি, চোখে চশমা। খানিকটা পুষ্পা স্টাইলে দেখা গেল অঙ্কুশ হাজরাকে। ছবি প্রকাশ্যে আসতে আল্লু অর্জুনের পুষ্পা লুক ও দক্ষিণী স্টার যশের কথা মনে এসেছে অনেকের। খানিকে দক্ষিণী তারকাদের মতো লুকের পরিবর্তন করেছেন অঙ্কুশ। এই নিয়ে ট্রোলিং-র শিকার হলেন নায়ক।

 

 

এভাবে মির্জা-র ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিং-র শিকার হলেন অঙ্কুশ হাজরা। ছবি মুক্তি পেতে খানিক দেরি। সম্ভবত ২০২৪ সালে মুক্তি পাবে মির্জা। মোশন পিকচার্স শেয়ার করে লেখেন, ‘নাম নয় izzat চাই। watch him fight for respect to get a name in the world of crime.. get ready ready to meet him in 2024…’ । সঙ্গে লেখেন, Need your best wishes.. love you all. এভাবে ছবির মোশন পিকচার শেয়ার করে সকাল থেকে খবরে অঙ্কুশ।

 

 

আরও পড়ুন

‘মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ’: জিৎ

Dadagiri 10: দেব-সৃজার সঙ্গে Ramp Walk-এ সৌরভ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

Teaser: স্যাম বাহাদুর চরিত্রে চমক দিলেন ভিকি কৌশল, প্রকাশ্যে এল ছবির টিজার

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?