Ankush: ‘মির্জা’-র পোস্টার প্রকাশ্যে আসতেই ট্রোলিং-র শিকার, দক্ষিণী তারকাদের ছায়া অঙ্কুশের লুকে

মির্জা-র ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিং-র শিকার হলেন অঙ্কুশ হাজরা। ছবি মুক্তি পেতে খানিক দেরি। সম্ভবত ২০২৪ সালে মুক্তি পাবে মির্জা।

কদিন আগেই মুক্তি পেয়েছে প্রথম ওয়েব সিরিজ। সিরিজের নাম শিকাপুর। এই সিরিজের দৌলতে বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন। হাতে আছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। পরিচালকের আগামী ছবি অসুখ বিসুখ-এ দেখা দেবেন অঙ্কুশ। এই সব নিয়ে বেশ কিছুদিন ধরে রয়েছেন চর্চায়। আর এবার প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি।

আগেই বলেছিলেন, অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন মহালয়াতে চমক দেবেন। সেই অনুসারে প্রকাশ্যে এল নতুন ছবি চমক। সকাল সকাল প্রকাশ্য পেল অঙ্কুশ হাজরার আসন্ন ছবি মির্জা-র মোশন পোস্টার। যা জুড়ে শুধুই চমক। খানিকটা দক্ষিণী ছবির ধাঁচে বানিয়েছেন মির্জা ছবির মোশন পিকচার। যা মুক্তি পেতে প্রশংসার বদলে জুটল সমালোচনা।

Latest Videos

মির্জা-র মোশন পোস্টার দেখা গিয়েছে অঙ্কুশের নতুন লুক। মুখ ভর্তি দাঁড়ি, চোখে চশমা। খানিকটা পুষ্পা স্টাইলে দেখা গেল অঙ্কুশ হাজরাকে। ছবি প্রকাশ্যে আসতে আল্লু অর্জুনের পুষ্পা লুক ও দক্ষিণী স্টার যশের কথা মনে এসেছে অনেকের। খানিকে দক্ষিণী তারকাদের মতো লুকের পরিবর্তন করেছেন অঙ্কুশ। এই নিয়ে ট্রোলিং-র শিকার হলেন নায়ক।

 

 

এভাবে মির্জা-র ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিং-র শিকার হলেন অঙ্কুশ হাজরা। ছবি মুক্তি পেতে খানিক দেরি। সম্ভবত ২০২৪ সালে মুক্তি পাবে মির্জা। মোশন পিকচার্স শেয়ার করে লেখেন, ‘নাম নয় izzat চাই। watch him fight for respect to get a name in the world of crime.. get ready ready to meet him in 2024…’ । সঙ্গে লেখেন, Need your best wishes.. love you all. এভাবে ছবির মোশন পিকচার শেয়ার করে সকাল থেকে খবরে অঙ্কুশ।

 

 

আরও পড়ুন

‘মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ’: জিৎ

Dadagiri 10: দেব-সৃজার সঙ্গে Ramp Walk-এ সৌরভ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

Teaser: স্যাম বাহাদুর চরিত্রে চমক দিলেন ভিকি কৌশল, প্রকাশ্যে এল ছবির টিজার

Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News