‘মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ’: জিৎ

Published : Oct 14, 2023, 05:26 PM IST
jeet

সংক্ষিপ্ত

টিজারের কয়েক ঝলক জুড়ে শুধুই অ্যাকশন। সঙ্গে আকর্ষণীয় ডায়লগ। বাংলা বক্স অফিসে কাঁপাতে প্রস্তুত জিৎ-র নতুন ছবি মানুষ।

দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল জিৎ-র নতুন ছবির টিজার। টিজারের কয়েক ঝলক জুড়ে শুধুই অ্যাকশন। সঙ্গে আকর্ষণীয় ডায়লগ। বাংলা বক্স অফিসে কাঁপাতে প্রস্তুত জিৎ-র নতুন ছবি মানুষ।

সব মানুষের আলাদা গল্প থাকে। এমনই এক মানুষের গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে ‘মানুষ’। কয়েক মিনিটে টিজার নজর কেড়েছে দর্শকদের। টিজারে রয়েছে একাধিক অ্যাকশন সিক্যুয়েন্স। যা দেখে বোঝা যাচ্ছে, এক লড়াইয়ের গল্প নিয়ে আসছে মানুষ। টিজারে জিৎ-কে বলতে শোনা গিয়েছে, ‘মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ’। ফলে বিশ্বাস অবিশ্বাসের এক বিশেষ কাহিনি উঠে আসতে পারে বলে অনুমান সকলের।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কামাল, সৌরভ চক্রবর্তী। জিৎ ফিল্মওয়ার্কসের ব্যানারে জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি প্রযোজনা করছেন মানুষ- চাইল্ড অফ ডেস্টিনি ছবিটি। ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। গণেশ চতুর্থীর দিনে প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। ছবিতে অ্যাংরি ইয়ং ম্যান হিসেবে দেখা যাচ্ছে জিৎকে। উসকো খুশকো চুল, হাতে বন্দুক নিয়ে দেখা গেল জিৎকে। পরনে ধূসর রঙের গেঞ্জি। তার ওপর দিয়ে পরেছেন জ্যাকেট। রাগে লাল তাঁর চোখ। হাতে বন্দুক। বন্দুকের নল তার করে রেখেছেন বিশেষ কারও দিকে। এমন সাজে দেখা গিয়েছিল জিৎকে। অ্যাকশন, রোম্যান্স, ইমোশনের আলাদা গল্প নিয়ে আসছে মানুষ। টিজারেও রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গিয়েছে জিৎকে। সব মিলিয়ে জমিয়ে অ্যাকশন করতে আসছেন জিৎ। আর মাত্র কদিনের অপেক্ষা। 

 

আরও পড়ুন

সলমন থেকে ভিকি- নিজের থেকে বয়সে বড় মহিলাকে ডেট করতেন এরা

Dadagiri 10: দেব-সৃজার সঙ্গে Ramp Walk-এ সৌরভ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

Teaser: স্যাম বাহাদুর চরিত্রে চমক দিলেন ভিকি কৌশল, প্রকাশ্যে এল ছবির টিজার

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?