‘মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ’: জিৎ

টিজারের কয়েক ঝলক জুড়ে শুধুই অ্যাকশন। সঙ্গে আকর্ষণীয় ডায়লগ। বাংলা বক্স অফিসে কাঁপাতে প্রস্তুত জিৎ-র নতুন ছবি মানুষ।

দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল জিৎ-র নতুন ছবির টিজার। টিজারের কয়েক ঝলক জুড়ে শুধুই অ্যাকশন। সঙ্গে আকর্ষণীয় ডায়লগ। বাংলা বক্স অফিসে কাঁপাতে প্রস্তুত জিৎ-র নতুন ছবি মানুষ।

সব মানুষের আলাদা গল্প থাকে। এমনই এক মানুষের গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে ‘মানুষ’। কয়েক মিনিটে টিজার নজর কেড়েছে দর্শকদের। টিজারে রয়েছে একাধিক অ্যাকশন সিক্যুয়েন্স। যা দেখে বোঝা যাচ্ছে, এক লড়াইয়ের গল্প নিয়ে আসছে মানুষ। টিজারে জিৎ-কে বলতে শোনা গিয়েছে, ‘মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ’। ফলে বিশ্বাস অবিশ্বাসের এক বিশেষ কাহিনি উঠে আসতে পারে বলে অনুমান সকলের।

Latest Videos

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কামাল, সৌরভ চক্রবর্তী। জিৎ ফিল্মওয়ার্কসের ব্যানারে জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি প্রযোজনা করছেন মানুষ- চাইল্ড অফ ডেস্টিনি ছবিটি। ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। গণেশ চতুর্থীর দিনে প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। ছবিতে অ্যাংরি ইয়ং ম্যান হিসেবে দেখা যাচ্ছে জিৎকে। উসকো খুশকো চুল, হাতে বন্দুক নিয়ে দেখা গেল জিৎকে। পরনে ধূসর রঙের গেঞ্জি। তার ওপর দিয়ে পরেছেন জ্যাকেট। রাগে লাল তাঁর চোখ। হাতে বন্দুক। বন্দুকের নল তার করে রেখেছেন বিশেষ কারও দিকে। এমন সাজে দেখা গিয়েছিল জিৎকে। অ্যাকশন, রোম্যান্স, ইমোশনের আলাদা গল্প নিয়ে আসছে মানুষ। টিজারেও রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গিয়েছে জিৎকে। সব মিলিয়ে জমিয়ে অ্যাকশন করতে আসছেন জিৎ। আর মাত্র কদিনের অপেক্ষা। 

 

আরও পড়ুন

সলমন থেকে ভিকি- নিজের থেকে বয়সে বড় মহিলাকে ডেট করতেন এরা

Dadagiri 10: দেব-সৃজার সঙ্গে Ramp Walk-এ সৌরভ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

Teaser: স্যাম বাহাদুর চরিত্রে চমক দিলেন ভিকি কৌশল, প্রকাশ্যে এল ছবির টিজার

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী