'আমার বস' vs 'দ্য একেন: বেনারসে বিভীষিকা' এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঝড় উঠল বক্স অফিসে! কোন ছবির বেশি আয় জানেন?

Published : May 24, 2025, 03:45 PM IST
Eken

সংক্ষিপ্ত

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে 'আমার বস' এবং 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। গত সপ্তাহে দুই ছবিরই ব্যবসা রমরমিয়ে চলছে। 'আমার বস' ছবিটি প্রায় ৩ কোটি টাকার গণ্ডি টপকে যাবে বলে আশা করা হচ্ছে।

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে উইন্ডোজ প্রোডাকশনের ‘আমার বস’ এবং এসভিএফ-এর ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ এই দুই ছবি। রমরমিয়ে চলছে দুই ছবির ব্যবসা। ২৩ মে শুক্রবার মুক্তি পাওয়া ‘অঙ্ক কি কঠিন’ ও ‘চন্দ্রবিন্দু’ নামের নতুন দুটি ছবি থাকলেও, সেদিন ‘দ্য একেন’ ও ‘আমার বস’-এর জনপ্রিয়তায় কোনও প্রভাব পড়েনি। অত্যন্ত উৎসাহের সঙ্গেই এই দুটি ছবি সিনেমা হলে দেখতে যাচ্ছেন।

দুই ছবিই দুর্দান্ত চলেছে বাংলার বক্স অফিসে। আসুন জেনে নেওয়া যাক গত সপ্তাহে কোন ছবি কত আয় করেছে-

মুক্তির দিনেই ৩৪.৭৫ লক্ষ টাকা আয় করেছিল একেন: বেনারসে বিভীষিকা’। এরপর-

প্রথম শুক্রবার - ৩৪.৭৫ লক্ষ টাকা।

প্রথমবার শনিবার আয়- ৫৩.৫০ লক্ষ টাকা

প্রথম রবিবার আয়- ৭৯.৭৫ লক্ষ টাকা

প্রথম সোমবার আয়- ৩১.১৯ লক্ষ টাকা।

প্রথম মঙ্গলবার আয় -২৫. ৬৮ লক্ষ টাকা

প্রথম বুধবার আয় -২৭. ২১ লক্ষ টাকা

দ্বিতীয় শুক্রবার আয়- ২৬.৩০ লক্ষ টাকা।

অন্যদিকে ৯ মে মুক্তি পেয়েছে 'আমার বস' ছবিটি। এরপর ১৪. ৫৫ লক্ষ টাকা আয় করেছে এই ছবি। এরপর-

দ্বিতীয় শনিবার- ২০.৩৩ লক্ষ টাকা।

দ্বিতীয় রবিবার- ২৯.২৭ লক্ষ টাকা

দ্বিতীয় সোমবার- ১২.৬ লক্ষ টাকা

দ্বিতীয় মঙ্গলবার -১১.৫৭ লক্ষ টাকা।

দ্বিতীয় বুধবার -১০.৯৩ লক্ষ টাকা আয় করেছে এই ছবি।

দ্বিতীয় বৃহস্পতিবার - ১০ লক্ষ টাকা আয় করেছে এই ছবি। আশা করা যাচ্ছে সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার গণ্ডি টপকে যাবে 'আমার বস' ছবিটি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে