সংসার ভাঙছে যশ-নুসরাতের! আনফলো হল ইন্সটা প্রোফাইল, বেড়াতেও গেলেন আলাদা আলাদা, আবার ভাঙন টলি পাড়ায়?

Published : May 22, 2025, 01:45 PM ISTUpdated : May 22, 2025, 02:22 PM IST
nusrat jahan and yash dasgupta

সংক্ষিপ্ত

যশ নুসরাতকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করেছেন এবং আলাদাভাবে বেড়াতে গিয়েছেন, যা বিচ্ছেদের গুঞ্জন উস্কে দিয়েছে। 

ফের বিচ্ছেদের গুঞ্জন টলি পাড়ায়। এবার সংসার ভাঙছে যশ নুসরাতের? ফের আলাদা হতে চলেছে জনপ্রিয় এক টলিউডের জুটি। কিন্তু কেন হঠাৎ উঠল এই গুঞ্জন?

জানা গিয়েছে বেশ কিছুদিন হল যশের ইন্সটা থেকে আনফলো করা হয়েছে নুসরত জাহানকে। শুধু তাই নয়, একসঙ্গে বেড়াতেও যাননি যশ নুসরাত। ছেলে জিশানও বাবা-মাকে নিয়ে আলাদা ভাবে ভ্রমণে গিয়েছেন নুসরাত। অন্যদিকে যশ বেড়াতে গিয়েছে তাঁর বড় ছেলের সঙ্গে। এই ঘটনায় আরও উস্কে দিয়েছে গুঞ্জন। 

নুসরাত গিয়েছেন দার্জিলিং-এ অন্যদিকে ছেলে রায়াংশকে নিয়ে থাইল্যান্ড ভ্রমণে গিয়েছেন যশ। কিন্তু কেন হঠাৎ আলাদা করা হল ট্যুর? এরপরেই বেশ কয়েকটি সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হয় যশের সঙ্গে। কেন নুসরাতকে আনফলো করলেন তিনি? জিজ্ঞাসা করতেই যশ বলে ওঠেন, “ কেন নুসরাতকে ফলো করা যাচ্ছে না সেটা জুকারবার্গ বলতে পারবে। তবে আমার টিম এই বিষয়টা দেখছে। আমরা আলাদা হইনি। আমরা শুধু আলাদা ঘুরতে এসেছি। সম্পর্ক যেমন ছিল ঠিক তেমনই নিশ্চিন্তে রয়েছে।” 

অর্থাৎ সমস্ত আলোচনাই ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তিনি বলেছেন বিচ্ছেদ হচ্ছে না তাঁর ও নুসরাতের। কিন্তু এই বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি নুসরাতের কাছ থেকে। বেড়াতে যাওয়ার বেশ কিছু মুহূর্ত নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছেন নুসরাত। এবার এই জনপ্রিয় জুটির সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে? তা নিয়ে এখনও জল ঘোলা চলছে বিভিন্ন মহলে। 

২০২১ সালে  নুসরাতের মা হওয়ার খবর পাওয়া যায়। তার পরেই ওঠে বন্যা। সন্তানের পিতৃ পরিচয় নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। কিন্তু পরে সন্তানের বাবা যে যশ তা সকলের সামনে প্রকাশ্যে আনেন নুসরাত। এবং বিবাহ করেন দু'জনে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে