Nabanita Das: পুজোর আনন্দেও ভারাক্রান্ত নবনীতার মন, ভিডিও পোস্ট করে জানালেন সেই কথা

এবার পুজো কাটল জিতুকে ছাড়া। তবে, পুরো পুজো যে জিতুকে মিস করেছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

ফের খবরে নবনীতা। জিতুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করার পর থেকে প্রায়শই নানান কারণে খবরে আসছেন নবনীতা। এবার জিতুকে ছাড়া তাঁর প্রথম পুজো। পুজোর আগেই জানিয়েছিলেন কীভাবে কাটাবেন ছুটি। সে সময় ভাইরাল হয়েছিল নবনীতার পুজোর প্ল্যান। তিনি বলেছিলেন, পুজোর ছুটিতে ঘুরতে যেতে পারেন। জিতুকে ছাড়াই এবার প্রথম পুজো কাটাবেন বলে জানান। বাস্তবেও হলও খানিকটা এমন। এবার পুজো কাটল জিতুকে ছাড়া। তবে, পুরো পুজো যে জিতুকে মিস করেছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

সদ্য, জীতুর সঙ্গে বাইকে করে ঘোরার মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন। আর ক্যাপশনে লেখেন, গত বছর। এভাবে সকলের সঙ্গে ভাগ করে নেন নিজের মন খারাপের কথা।

Latest Videos

 

 

এদিকে মাঝে শোনা গিয়েছিল, নবনীতা দাসের পরকীয়ার কারণেই বিচ্ছদ হয়েছে জিতু ও নবনীতার। আবার কেউ বলেন জিতুর কেরিয়ারের অগ্রগতি এই বিচ্ছেদের কারণ। নবনীতা নিজেই সোশ্যাল মিডিয়ায় এক সময় জানিয়েছিলেন তাদের ছাড়াছাড়ির কথা। তারপর থেকে চলছে জলঘোলা। নানান মন্তব্য করছেন সকলে। অধিকাংশই দুঃখ প্রকাশ করেছেন নবনীতা ও জিতুর ভক্তরা।

এদিকে জিতু ও নবনীতা দুজনেই নিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। শীঘ্রই গোয়েন্দা চরিত্রে দেখা দেবেন জিতু। অনীক দত্তের পরিচালনায় এই এই নতুন গোয়েন্দা সমাধান করবেন রহস্য। প্রথমবার এই গোয়েন্দার চরিত্রে দেখা দেবেন জিতু। ছবির নাম অরণ্যর প্রচীন প্রবাদ। এদিকে নিজের সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত নবনীতা। একেবার পর এক সিরিয়ালে কাজ করছেন তিনি। দেখা দিচ্ছেন সিরিয়ালের প্রধান চরিত্রেও। সব মিলিয়ে যে যার কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত। 

 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

 

আরও পড়ুন

'মুসলিম নামের কলঙ্ক'- সিঁদুর পরে কটাক্ষের মুখে নুসরত, বিজয়ার দিন বিতর্কে জড়ালেন নায়িকা

Rani Mukherji: বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন রানি, দেখুন ভিডিও

Urfi Javed: দুই চোখে আট চশমা উরফির, ভিডিও দেখে ভিরমি খেলেন অনুরাগীরা

 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র