
ওয়েব সিরিজ 'বোকা বাক্সতে বন্দি'-তে একসঙ্গে কাজ করছেন নীল ভট্টাচার্য ও সোলাঙ্কি রায়। পরিচালক দেবালয় ভট্টাচার্য এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন। নীল, সোলাঙ্কি ছাড়াও অভিনয় করছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। এই ওয়েব সিরিজের চরিত্রদের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। সোলাঙ্কিকে হুইলচেয়াারে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর যত্ন নিচ্ছেন নীল। সৌম্যকেও সোলাঙ্কির সঙ্গে দেখা যাচ্ছে। এই তিনজনের সম্পর্কের সমীকরণই 'বোকা বাক্সতে বন্দি'-র মূল আকর্ষণ হতে চলেছে। এছাড়া এই ওয়েব সিরিজে অভিনয় করছেন অলিভিয়া সরকার, মৌসুমী সাহা। 'হইচই'-এ দেখা যাবে এই ওয়েব সিরিজ। এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে মেগা সিরিয়াল আসছে বলে জানানো হয়েছে।
নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন?
'বোকা বাক্সতে বন্দি'-র গল্প কোনদিকে এগোবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে যেটুকু জানা গিয়েছে তা হল, একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সোলাঙ্কিকে। তাঁর স্বামীর ভূমিকায় থাকছেন সৌম্য। নীলের সঙ্গে অভিনয় করবেন সোলাঙ্কি। সেখানে তাঁর স্বামীর চরিত্রে থাকবেন নীল। সোলাঙ্কি, সৌম্য ও নীলের সম্পর্ক নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে। এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন সোলাঙ্কি ও নীল। তাঁদের স্ক্রিন শেয়ার করতে দেখে খুশি দর্শকরা।
সফল হবে সোলাঙ্কি-নীল জুটি?
ছোটপর্দায় অভিনয় করে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন সোলাঙ্কি। তাঁর মিষ্টি অথচ ব্যক্তিত্বময়ী আবেদনে বুঁদ দর্শকরা। নীলও অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। আধুনিক প্রজন্মের এই দুই তারকাকে একসঙ্গে স্ক্রিনে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার সেই আশা পূরণ হচ্ছে। 'বোকা বাক্সতে বন্দি' কবে থেকে দেখানো হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই সিরিজ মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুণছেন দর্শকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
স্বস্তিকা-দেবের 'টেক্কা'? ছবি পোস্ট করেই দেবকে নিয়ে যা বললেন অভিনেত্রী! জানলে চমকে যাবেন
কবে মুক্তি পাচ্ছে 'দেবী চৌধুরানী'? বিশেষ দিনেই ছবি মুক্তি! নতুন চমক পরিচালক শুভ্রজিৎ মিত্রের
"আমি খুব লাকি জানেন" বেশ কিছুদিন কাজে বিরতি! তবে কি মা হচ্ছেন তৃণা সাহা?