নতুন ধারাবাহিকে মজবে বাঙালি দর্শকের মন, শাশুড়ি বৌমার কূটকচালির বাইরে ফুটবে 'বিয়ের ফুল'

একঝাঁক তারকা এই সিরিয়ালে অভিনয় করছেন। দুলাল লাহিড়ী, মনোজ ওঝা, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সিরিয়ালের সঙ্গীতের দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। 'বিয়ের ফুল' সান বাংলায় জুন মাসে দেখা যাবে।

Parna Sengupta | Published : May 22, 2023 11:38 AM IST

একেবারে নতুন গল্পের মোড়কে সান বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক "বিয়ের ফুল"। শাশুড়ি-বৌমার কুটকাচালি থেকে সরে গিয়ে একেবারে নতুন ভাবনায় আসতে চলেছে এই মেগা সিরিয়াল। কেমন হবে সেই গল্প?

'বিয়ের ফুল' আসলে পাঁচ ভাই ও তাদের দাদুর গল্প। বড় ভাই মারা গেছে জোয়ান বয়েসে। দাদুর আশীর্বাদ ও অভিভাবকত্বের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিয়ের ফুল ধারাবাহিকের প্রোমো। যেখানে দাদুর চরিত্রে দেখা গিয়েছে দুলাল লাহিড়ীকে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোন মহিলার সংস্পর্শে না আসা। দাদুর (চিরকুমার ব্রহ্মচারী) সঙ্গে নাতিরা প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করে বিয়ে না করার।

ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, ব্রহ্মচারী পরিবারে বড় দুর্ঘটনা ঘটেছিল। সেই কারণেই আর কখনও বিয়ে না করার সিদ্ধান্ত নেয় পরিবারের ছেলেরা। আর সেই পণ যাতে না ভাঙে সেদিকে শ্যেন দৃষ্টি রয়েছে ভিলেন দর্শনার। মহিলাদের থেকে তাদের দূরে থাকার পেছনে একটি বড় কারণ হচ্ছে অতীতের এক দুর্ঘটনা। যেই দুর্ঘটনার কারনে দর্শনার একমাত্র লক্ষ্য হয় যে ব্রহ্মচারী পুত্রের কেউ যেন বিয়ে না করে তা নিশ্চিত করা। পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য দর্শনা সবসময় ব্রহ্মচারী পরিবারের ক্ষতি করার উপায় খুঁজে বের করে।

এদিকে বক্সিং চ্যাম্পিয়ন মেয়ে ইচ্ছে, ছোট ভাই আর্য কুমারের প্রেমে পড়ে যায়। অন্যদিকে কলি আরেক ভাই স্বর্ণ কুমারের প্রেমে হাবুডুবু। এই দুই ভাইয়ের ভালোবাসা তাদের কোথায় নিয়ে যাবে? তারা কি পারবে বিয়ে করতে? আর্য কুমার ও স্বর্ণ কুমার কি পারিবারিক প্রতিশ্রুতি ভঙ্গ করবেন? চির কুমার কি পরিবারে বিয়ের অনুমতি দেবেন? দর্শনার অশুভ পরিকল্পনা কি রূপ নেবে? বিয়ে কি ব্রহ্মচারী পরিবারের জন্য অভিশাপ হয়ে থাকবে? এইভাবে দারুণ জমজমাট গল্পের পসরা সাজিয়েছে 'বিয়ের ফুল'।

বহুবছর পর নবনীতা দাস মেগাতে ফিরছেন। তিনি জুটি বেঁধেছেন রাজা গোস্বামীর সঙ্গে। নবনীতা এখানে বক্সিং চ্যাম্পিয়ন ইচ্ছের ভূমিকায় এবং রাজা স্বর্ণকুমারে ভূমিকায় অভিনয় করছেন। আরেক ভাই আর্য কুমারের ভূমিকায় অভিনয় করছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে জুটি বাঁধছেন একতা গঙ্গোপাধ্যায়। সৌভিক এর আগে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার', 'আলোছায়া' সিরিয়ালে অভিনয় করেছেন। একতাকে আগে 'গৌরিদান'-এ দেখা গেছে। এছাড়াও একঝাঁক তারকা এই সিরিয়ালে অভিনয় করছেন। দুলাল লাহিড়ী, মনোজ ওঝা, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সিরিয়ালের সঙ্গীতের দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। 'বিয়ের ফুল' সান বাংলায় জুন মাসে দেখা যাবে।

Share this article
click me!