চার দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে বিশেষ চিঠি, জন্ম নিল নতুন নাগরিক মঞ্চ

আরজি কর কাণ্ডের অভিঘাতে গড়া নাগরিক মঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চার দফা দাবি জানিয়েছে। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, পুলিশি ব্যবস্থার সংস্কার, নিরাপদ গণপরিবহন এবং বিদ্যালয় সচেতনতা এই দাবিগুলোর নিয়ে চিঠি পাঠানো হল।

কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, পুলিশি ব্যবস্থার সংস্কার, নিরাপদ গণপরিবহন এবং বিদ্যালয় সচেতনতা- এই চার দাবিতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিল আরজি কররের অভিঘাতে তৈরি হওয়া নাগরিক মঞ্চ। সেখান থেকে অপর্ণা সেন জানান, মহিলাদের নিরাপত্তার দাবিতে কাঠামোগত বদলের দীর্ঘমেয়াদি দাবিতে তারা আন্দোলন করে যাবেন।

বৃহস্পতিবার নতুন মঞ্চের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠিক করা হয়। যেখানে মমতাকে লেখা চিঠির প্রসঙ্গে জানানো হয়েছে। চিঠিতে চারটি দাবির কথা লেখেন।

Latest Videos

সাংবাদিক বৈঠকে অপর্ণা সেনের সঙ্গে ছিলেন আরজি কর কাণ্ডের পর রাত দখলের আহ্বান জানিয়ে পরিচিতি পাওয়া রিমঝিম সিংহ, সংযুক্ত কৃষক মোর্চার সংগঠক অভীক সাহা, যাদবপুরের পড়ুয়া তোর্ষা চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু. পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকেও চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে।

এদিন অপর্ণা সেন বলেন, আরজি করের ঘটনা আমাদের সকলের মধ্যেই অভিঘাতের তরঙ্গ তৈরি করেছিল। আমাদের অনেকেরই ধারণা রয়েছে, পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ রাজ্য। কিন্তু, ধারণা এবং বাস্তবতার মধ্যে যে ফারাক আছে তা আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, তাঁরা যে দাবি করেছেন, এই সকল প্রস্তাব শীঘ্রই পূরণ হবে এমন নয়।

অভীক বলেন, আমরা দলীয় রাজনৈতিক জামাকপড় ছেড়ে এসেছি। তবে আমরা অরাজনৈতিক নই। কারণ সানাজিক যে কোনও বিষয়ের সঙ্গেই রাজনীতি জড়িত।

আরজি কর কাণ্ডের ঘটনা কারও অজানা নয়। এক মহিলা চিকিৎসককে খুন করা হয়েছিব। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। এই ঘটনা প্রশ্ন তোলে নারী নিরাপত্তার। ঘটনার প্রতিবাদ করতে সে সময় রাস্তায় নেমেছিলেন সাধারণ থেকে ডাক্তার, সেলেব সকলে। এরপর ধর্ণা দেন জুনিয়র ডাক্তাররা। এবার নারী সরক্ষা নিয়ে ফের সরব হল এই বিশেষ দল। ৫০ জনের সই করা চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠান হল।

 

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral