মুখ ভর্তি দাড়ি, উষ্ক খুষ্ক চুল- ভিন্ন রূপে দেব, প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নতুন লুক, পুজোয় আসছে চমক

অনেকে তাঁকে দেখে কোনও দরিদ্র ব্যক্তি মনে করতে পারেন। তবে, ভালো ভাবে দেখলে বুঝবেন তিনিই দেব। টলিউড সুপারস্টার দেবের এমন নতুন লুক এল প্রকাশ্যে।

মুখ ভর্তি দাড়ি। উষ্ক খুষ্ক চুল। গায়ে কম্বল জড়ানো। অপরিষ্কার দাড়ি। মুখ ভর্তি দাগ। দেখতে মনে হবে যেন আগুনে ঝলসে গিয়েছে। চোখ স্থির করে তাকিয়ে আছেন তিনি। অনেকে তাঁকে দেখে কোনও দরিদ্র ব্যক্তি মনে করতে পারেন। তবে, ভালো ভাবে দেখলে বুঝবেন তিনিই দেব। টলিউড সুপারস্টার দেবের এমন নতুন লুক এল প্রকাশ্যে।

যা দেকে চমক পেয়েছেন সকলে। ছবিটি বাঘা যতীন সিনেমার। সদ্য নির্মাতারা প্রকাশ করলেন ছবিতে দেবের লুক। একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা দিতে চলেছেন দেব। ছবিতে বাঘা যতীনের ভূমিকায় অভিনয় করছেন দেব। একেবার অন্যরকম এক বাস্তব কাহিনি নিয়ে মুক্তি পাবে ছবিটি।

Latest Videos

ছবির চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে তারকারা নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন। কেউ প্রয়োজনে মেদ বাড়ান তো কেউ ওজন কমান। তেমনই কেউ বদল করেন নিজের লুকের। বলিউড তারকারা বহু বছর ধরে এমন কাজ করে চলেছেন। তবে, আজকাল টলিউড তারকারাও চরিত্রের প্রয়োজনে নিজের লুকে আনছেন পরিবর্তন। এবার এই কাজ করতে দেখা গেল টলিতারকা দেবকে। এই চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। এবার তার প্রমাণ মিলল সদ্য প্রকাশ্যে আসা ছবিতে।

দেব তাঁর অভিনীত এই নতুন ছবি নিয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই ছবিতে এমন একজন মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণে গুরুত্ব বুঝতেন। তিনি বলেন, ‘একই ভাবে আমার চরিত্রটিও ছবিতে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।’

এদিকে কদিন আগে ‘বাঘাযতীন’ ছবির অফিসিয়াল পোস্টার সামনে আসে। যেখানে দেবকে দেখা যায়, খাকি রঙের পোশাকে। মুখ ভর্তি দাড়ি সঙ্গে মাথায় পাগড়ি। কাঁধে রয়েছে বন্দুক। চোখে রাগ। এই ছবি পোস্ট করে দেব সে সময় লেখেন, শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘ-ই যথেষ্ট। ভারতবর্ষের মাটির ছেলে বাঘাযতীনের অমর গাঁথা প্রথমবার বড় পর্দায় আসছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সব থেকে বড় উপস্থাপনা, মুক্তি যোদ্দা বাঘা যতীন আসছে এই দুর্গাপুজোয়। দুই ভাষায় মুক্তি পাবে ছবিটি। হিন্দি ও বাংলা দুই ভাষায় দেখা যাবে ‘বাঘাযতীন’। ছবির পরিচালনা করছে অরুণ রায়। আর এবার প্রকাশ্যে ছবিতে দেবের লুক।

 

 

আরও পড়ুন

নিজের গর্ভাবস্থার কথা প্রকাশ করলেন ঋতাভরী, নায়িকার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হল বিতর্ক

প্রয়াত হলেন 3 Idiots খ্যাত দুবেজি, মৃত্যুকালে অভিনেতা অখিল মিশ্রর বয়স হয়েছিল ৫৮

Vicky Kaushal : মুম্বইয়ের লালবাউগচা রাজার মন্দিরে ভিকি কৌশল, আশীর্বাদ নিলেন গণপতির

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata