কেমন কাটল প্রথম দীপাবলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল পরমব্রত-পিয়ার ছবি

দীপাবলি উৎসব উপলক্ষে পরমব্রত এবং পিয়া সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। লাল পঞ্জাবি পরা পরমব্রত এবং হালকা হলুদ কুর্তি পরা পিয়ার সেলফি ভাইরাল হয়েছে। পরমব্রত পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'নিকষ ছায়া' সদ্য মুক্তি পেয়েছে।

দীপাবলি মানেই আলোর উৎসব। আর এই উৎসব জুড়ে সকলেরই থাকে নানান পরিকল্পনা। পুজো শুরু হয় চারিদিকে আলো আর প্রদীপ দিয়ে সাজানো হয়। সাধারণ থেকে সেলেব সকলেই মেতে ওঠেন এই উৎসবে। টানা পাঁচ দিন ধরে চলে উৎসব।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল পরম-পিয়ার ছবি। গত বছরের শেষ থেকে খবরে পরম পিয়া। গত বছর বিয়ে করেন তাঁরা। তারপর থেকে একের পর কটাক্ষ শুনতে হয়েছে তাদের। কারণ অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়াকে বিয়ে করেন পরমব্রত। তবে, নিন্দুকদের কোনও কথাতেই পাত্তা দেননি এই জুটি। সকলের মতো আনন্দেই কাটাচ্ছেন নতুন জীবন।

Latest Videos

সদ্য দিওয়ালি পালন করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেলিব্রেশনের ছবি। মুহূর্তে তা হল ভাইরাল। ছবি দেখে বোঝা গেল ঠিক কীভাবে কাটালেন দীপাবলির দিনটি।  

 

 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের পঞ্জাবি পরেছেন পরমব্রত। আর হালকা হলুদ রঙের কুর্তি পরেছেন পিয়া। সেলফি শেয়ার করেছেন পরমব্রত। সঙ্গে শেয়ার করেছেন একটি বাজির ছবি। তেমনই প্রদীপের ছবি শেয়ার করেছেন। মুহূর্তে ভাইরাল হয়েছে এই সকল ছবি। এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, দীপান্বিতা কালীপুজোর অনেক শুভেচ্ছা সবাইকে।

এদিকে সদ্য হইচই-তে মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ ‘নিকষ ছায়া’। পর্ণশবরীর শাপ-র সাফল্যের পর ফের ওয়েব সিরিজ পরিচালনা করেন পরমব্রত। অভিনয়ের পাশাপাশি এখন পরিচালনা করছেন অভিনেতা। পরিচালক হিসেবে নিজের পরিচয় গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সে যাই হোক, এবার ব্যক্তিগত কারণে খবরে এলেন তিনি। 

 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts