OTT-তে পা দিলেন চিরঞ্জিত, মুক্তি পেল পর্ণশবরীর শাপ-র ঝলক, হাড়হিম করা ট্রেলার নজর কাড়ল সকলের

Published : Oct 31, 2023, 11:11 AM ISTUpdated : Oct 31, 2023, 11:13 AM IST
Parnashabarir shaap

সংক্ষিপ্ত

ভূত চতুর্দশীর আগে মুক্তি পেল হাড়হিম করা ট্রেলার পর্ণশবররীর শাপ। এবার এই সিরিজ দিয়ে ওটিট-তে রাখতে চলেছেন চিরঞ্জিত চক্রবর্তী।

মুক্তি পেল পর্ণশবররীর শাপ ওয়েব সিরিজের ট্রেলার। ভূত চতুর্দশীর আগে মুক্তি পেল হাড়হিম করা ট্রেলার পর্ণশবররীর শাপ। এবার এই সিরিজ দিয়ে ওটিট-তে রাখতে চলেছেন চিরঞ্জিত চক্রবর্তী।

বড় পর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী। সঙ্গে রাজনীতির ময়দানেও পেয়েছেন করেছেন সাফল্য। এবার এই সবের শেষ এবার ওটিটি জয় করতে চলেছেন চিরঞ্জিত চক্রবর্তী। আর এই সিরিজ দিয়ে প্রথমবার পরিচালনায় ওয়েব দুনিয়ায় পা রাখলেন পরমব্রত।

ট্রেলারের ঝলক

ট্রেলারের শোনা যাচ্ছে এক বিশেষ বার্তা। ‘পৃথিবীতে অনেক কিছু আছে যা স্বপ্নের অতীত, দুঃস্বপ্নেরও অতীত।…’ এমনই কিছু অবিশ্বাস্য কাহিনি নিয়ে আসছে পর্ণশবররীর শাপ ওয়েব সিরিজটি। ট্রেলারে দেখা যাচ্ছে, জঙ্গলে গিয়েছিলেন মিতুলরা। সকলেই সেখানে দিশেহারা। সেই সময় হাজির হন ভাদুড়িমশাই। রহস্য, গা ছমছমে পরিবেশ, ভৌতিক কাহিনি থেকে শুরু করে একরাশ নতুত্ব নিয়ে আসছে পর্ণশবররীর শাপ। সদ্য মিলল তারই ঝলক।

 

 

 

সিরিজ মুক্তির দিন

আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে পর্ণশবররীর শাপ। এই সিরিজটি মুক্তি পেতে চলেছে হইচই প্ল্যাটফর্মে। সিরিজের চিত্রনাট্য লিখেছেন শ্রীজীব। চিত্রগ্রহণ করেছেন প্রসেনজিৎ চৌধুরী। সিরিজটি সম্পাদনার দায়িত্বে ছিলেন সুমিত চৌধুরী।

ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, পাহাড়ি এলাকায় শ্যুট করা হয়েছে পুরো পর্ণশবররীর শাপ সিরিজটি। কোনও অভিশাকে একটি মেয়ের জীবন কীভাবে বদলে গিয়েছে তা উঠে আসতে চলেছে সিরিজে। ভৌতিক ঘটনা, রহস্য থেকে শুরু করে নানান অবিশ্বাস্য ও অকল্পনীয় ঘটনা উঠে আসবে সিরিজে। আর এই সিরিজে থাকছেন চিরঞ্জিত, অনিন্দিতা বসু, অর্ণ মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী সহ আরও অনেকে। সদ্য হইচই-র পক্ষ থেকে প্রকাশ করা হল সিরিজটির ট্রেলার। যেখানে ক্যাপশনে লেখা রয়েছে, ‘সন্ধ্যের পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে ফিরে তাকাবেন না...।’

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারে উঠে এল ‘প্রলয়’ ও বরুণ বিশ্বাসের কাহিনি, বিশেষ মন্তব্য রাজ ও পরমব্রত-র 

Halloween: বলিউড স্টাইলে হাজির হন হ্যালোইন পার্টিতে, রইল কয়টি লুকের হদিশ

Malaika Arora: স্কাইডাইভিং করে জন্মদিন পালন মালাইকা অরোরার, দেখুন ভিডিও

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?