প্রাক্তন স্ত্রী পিঙ্কি যে তাঁর পাশে নেই তাও সে বুঝিয়ে দিয়েছে। কাঞ্চনের এমন আচরণ নিয়ে সে কোনও কথাই বলেনি। তবে, আচরণে নিজের অবস্থান স্পষ্ট করেন।
জুনিয়র ডাক্তারদের বেতন নিয়ে করা মন্তব্যে সরগরম সর্বত্র। কাঞ্চনের বেফাঁস মন্তব্যের জন্য শিরোনামে কাঞ্চন মল্লিক। এক সভায় বলেছিলেন, যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তারা কি বেতন ও বোনাস নেবে না? এরপরই সর্বত্র সমালোচনা করা হয় তাঁর। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই কাঞ্চনের সমালোচনা করে। কারণ এই লড়াই চলছে ন্যায় বিচারের।
এমনকী এই সময় বিতর্কিত কথা বলেন শ্রীময়ীও। এই বিতর্কে স্বামীর পাশে থেকে সমস্যায় পড়েন নায়িকা। শেষে ক্ষমা চাইতে হয় শ্রীময়ীকে। নিজে বাঁচতে সোশ্যাল মিডিয়ায় লেখেন, শ্রীময়ী লেখেন, কাঞ্চন ডাক্তারদেরকে নিয়ে যে কথাটা বলেছে যে সরকারি বেতন বা বোনাসের কথা উল্লেখ করে সেটাতে আমি একদমই সহমত পোষণ করছি না, এটা বলা হয়তো ওর ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে, তবে একটা কথা বলে রাখা উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন হয়তো মেজাজ ঠিক থাকে না।
এদিকে প্রাক্তন স্ত্রী পিঙ্কি যে তাঁর পাশে নেই তাও সে বুঝিয়ে দিয়েছে। কাঞ্চনের এমন আচরণ নিয়ে সে কোনও কথাই বলেনি। বরং, মিছিলে সামিল হয়ে সকলের নজর কেড়েছে পিঙ্কি। সদ্য, তিনি একটি প্রতিকী ছবি পোস্ট করেন। আন্দোলনকারী কিঞ্জল নন্দের প্রশংসা করে এই ছবি পোস্ট করেন। এভাবে বুঝিয়ে দেন কাঞ্চন নয়, বরং আন্দোলন কারীদের পাশেই আছে সে। শ্রীময়ীর পর কাঞ্চনের থেকে মুখ ফেরালেন পিঙ্কি। এর আগে বহু তারকা কাঞ্চনের সমালোচনা করেছে। পিঙ্কি মুখে কিছু না বললেনও আচরণে স্পষ্ট বোঝালেন যে তিনি কাঞ্চনকে সমর্থন করেন না।