নটি বিনোদিনী বেশে নজর কাড়লেন টলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। রুক্মিণীর সঙ্গে এই বিনোদিনী দাসির কোনও মিল নেই। প্রিয়ঙ্কাকে এই অবতারে দেখে চমকে গেছেন ভক্তরা। ন্যাড়া মাথা, গলায় তুলসীর মালা, নাকে তিলক, হাতে জপমালা নিয়ে গেরুয়া বসন পরে প্রকাশ্যে এসেছেন নায়িকা।
দেবের প্রযোজনায় পরিচালক রামকমল নিয়ে আসতে চলেছেন 'নটী বিনোদিনী'। চৈতন্য অবতারে ধরা দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। পরিচালক রামকমল মুখোপাধ্যায় আগে থেকেই যে রুক্মিণী মৈত্রকে নিয়ে 'বিনোদিনী' পরিকল্পনা করছেন সেই আভাস আগে পাওয়া গিয়েছিল। এবার বিনোদিনী দাসি-র জীবন নিয়ে আসতে চলেছে রামকমলের এই নতুন ছবি বিনোদিনী। ছবির মূল আকর্ষণই হল রুক্মিণী। মহাপ্রভু চৈতন্যের অবতারে রুক্মিণী দেখেই সকলে হতবাক হয়েছেন। দুই হাত উপরে তুলে, কপালে তিলক লাগিয়ে, গলায় ফুলের মালা দিয়ে, খোলা চুলে পুরো চৈতন্যর পোশাকে ধরা দিয়েছেন রুক্মিণী মৈত্র। অভিনেত্রীর দাঁড়ানোর ভঙ্গিমা দেখে একঝলকে সকলেই চোখ ফেরাতে পারছেন না। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের 'বিনোদিনী'ছবিতে রুক্মিণী মৈত্রকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। রামকমলের বিনোদিনী ছবির জন্য আলাদা করে তালিমও নিয়েছেন দেবের প্রেমিকা রুক্মিণী। তবে বিনোদিনীকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি নেটপাড়া।
এই চর্চার মধ্যে নটি বিনোদিনী বেশে নজর কাড়লেন টলি অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর লুক শেয়ার করে নিয়েছেন প্রযোজক রানা সরকার। সেই সঙ্গে একগুচ্ছ অজানা খবরও তুলে ধরছেন ভক্তদের। টলি নায়িকা প্রিয়ঙ্কার ছবি শেয়ার করে রানা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নটী বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। না, নটী বিনোদিনী নিয়ে আরেকটা সিনেমা নয়, সৃজিত মুখার্জির ঘোষিত সিনেমা 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে একটি গুরুত্বপূর্ন অংশ গিরিশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প, কিভাবে শ্রীচৈতন্য প্রভাবিত করেছিল এদের দুজনকে সেই গল্প, বিশদে এখনই বলা যাবে না। উল্লেখ্য 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমাটির চিত্রনাট্য সৃজিত মুখার্জির লেখা কিন্তু সৃজিত ছবিটি পরিচালনা করছে না, কে পরিচালনা করবে সেখানেও চমক আছে অপেক্ষা করুন জানানো হবে। আপাতত প্রিয়াঙ্কার লুক প্রকাশ করছি যাতে অনেক নটী বিনোদিনীর মধ্যে আমাদের কাস্টিং হারিয়ে না যায়। চরিত্র পরিকল্পনা -সাবর্ণী দাস, মেকআপ শিল্পী -সোমনাথ কুন্ডু, ফটোগ্রাফ-আশীষ দাস। ছবিটি আমরা শুটিং শুরু করবো জুন মাসে পুরীর রথযাত্রা দিয়ে, তারপর কখন শেষ হবে ও রিলিজ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এখানেই শেষ নয় সবশেষে একটি নোটও দিয়েছেন রানা সরকার। যেখানে লেখা রয়েছে, ১.বিভিন্ন কারণে মীরজাফর চ্যাপ্টার-২ সিনেমাটি আমরা এখনো শুটিং শুরু করতে পারিনি , কবে শুরু হচ্ছে জানানো হবে। ২. ধূমকেতু রিলিজ করার কাজ অনেক এগিয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি ভালো খবর দিতে পারবো। সঙ্গে থাকুন,জয় গৌরাঙ্গ ,জয় জগন্নাথ ।
তবে রুক্মিণীর সঙ্গে এই বিনোদিনী দাসির কোনও মিল নেই। প্রিয়ঙ্কা সরকারকে এই অবতারে দেখে চমকে গেছেন ভক্তরা। ন্যাড়া মাথা, গলায় তুলসীর মালা, নাকে তিলক কাটা, হাতে জপমালা নিয়ে গেরুয়া বসন পরে প্রকাশ্যে এসেছেন নায়িকা। একনজরে দেখে প্রিয়াঙ্কাকে চেনা দায়। এর আগেও একাধিক চরিত্রে নিজেকে ভেঙেছেন নায়িকা। তবে এমন চরিত্রে প্রিয়াঙ্কাকে দেখে নেটিজেনরা হতবাক। তবে নটি বিনোদিনীর বেশে প্রিয়ঙ্কাকে দেখে প্রশংসার বন্যা নেটদুনিয়ায়। রানা সরকার প্রযোজিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে বিনোদিনী দাসীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনকাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে বিশেষভাবে দেখানো হবে গিরিশ ঘোষ ও বিনোদিনীর গল্প। সেই বিনোদিনী দাসীর চরিত্রেই তাক লাগালেন প্রিয়ঙ্কা সরকার। পাশাপাশি এও জানালেন যে সৃজিত মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করছে না। সময়ের জন্য তিনি এই প্রজেক্ট থেকে সরে গিয়েছিলেন। তবে প্রিয়ঙ্কাকে বিনোদিনীর ভূমিকায় বেছে নিয়েছিলেন সৃজিত। তবে বিনোদিনীর বেশে প্রিয়ঙ্কাকে দেখে তর্জা তুঙ্গে। রুক্মিণীকে বেশ কড়া টক্কর দিতে চলেছেন প্রিয়ঙ্কা, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। আরও জানা গেছে,
'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে চৈতন্যর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ব্রাত্য বসু, পাওলি দাম, ও তৃণা সাহার মতো তারকারাও থাকছেন।