পদ্ম সম্মান জয়ী প্রসেনজিৎ, জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েই জিতে ছিলেন সেরার পুরস্কার

Published : Jan 25, 2026, 07:40 PM IST

Prosenjit Chatterjee: শিশু শিল্পী থেকে বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্ম সম্মানের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়েছে। ছবিতে দেখুন তাঁর ৪৩ বছরের অভিনয় জীবন 

PREV
15
প্রসেনজিতের অভিনয় জীবন ৪৩ বছরের

নায়ক হিসেবে প্রসেনজিৎ অভিনয় শুরু করেছিলেন ১৯৮৩ সালে দুটি পাতা ছবিতে। তারপর একাধিক ছবিতে অভিনয় করলেও তাঁর জীবনের মোড় ঘুরে যায় সুজিত বসুর রোমান্টিক ছবি অমর সঙ্গী। এই ছবি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। একাধিক পুরস্কারও পেয়েছিলেন।

25
অভিনয় জীবন শুরু

বিশ্বজিতের ছেলে প্রসেনজিৎ। হৃষিকেষ মুখার্জিন পরিচালনায় ছোট্ট জিজ্ঞাসা নামের একটি সিনেমাতে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। সেটাই তাঁর প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। পরবর্তীকালে অন্ধিয়ান নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেন। কিন্তু তিনি তেমন সাফল্য পাননি। যদিও বলিউডে গুঞ্জন, ম্যানে প্যার কিয়ার জন্য সলমন খানের আগে তাঁর কথাই ভাবা হয়েছিল। যদিও প্রসেনজিৎ তা ফিরিয়ে দিয়েছিলেন।

35
পুরস্কার

প্রসেনজিৎ তাঁর প্রথম ছবি ছোট্ট জিজ্ঞাসার জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কার পেয়েছিলেন। তারপর একাধিক পুরস্কার পান। ২০০৬ সালে দোসর ছবির জন্য তাঁকে বিশেষ জাতীয় পুরস্কার (ফিচার ফিল্মে) দেওয়া হয়েছিল। মনের মানুষ, ভবানী পাঠক, ১৯ এপ্রিল, জাতিস্মর- ছবিগুলিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। কর্মাশিয়াল বা আর্টি ফিল্ম- সবেতেই সফল প্রসেনজিৎ।

45
'এগিয়ে'প্রসেনজিৎ

বর্তমানে শুধু সিনেমার মধ্যেই তিনি নিজেকে আটকে রাখেননি। ওয়েব সিরিজে অভিনয় করেও যথেষ্ট সুমান কুড়িয়েছেন। বাংলার প্রথম সারির অভিনেতা হয়েও তিনি বলিউডে গিয়ে ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছেন। জুবিলি, খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার, স্কুপ- তাঁর অভিনয় গোটা দেশেই সুনাম কুড়িয়েছে।

55
'বুম্বাদা শট রেডি'

২০১৭ সালে 'বুম্বাদা শট রেডি' নামের একটি আত্মজীবনী লিখেছেন। সেখানেই তিনি তপন সিনহা, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা লিখেছেন। তিনি প্রযোজনার সঙ্গেও যুক্ত।

Read more Photos on
click me!

Recommended Stories