টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?

Published : Nov 10, 2025, 07:02 PM IST

Mimi Chakraborty News: টেলি অভিনেত্রী থেকে টলিউডের মোস্ট পপুলার অভিনেত্রী এখন তিনি। সাংসদ হিসেবেও রাজনীতিতে ছিলেন কিছুবছর। ঝুলিতে রয়েছে একের পর এক হিট সিনেমা। জানেন কার কথা বলছি? প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। 

PREV
15
অভিনেত্রী মিমি চক্রবর্তী

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়, রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সমানভাবে চর্চিত। ১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্ম মিমির। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। এবং পরে তিনি ধীরে ধীরে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা  রাখেন। ২০১২ সালে দেব-এর সঙ্গে তাঁর প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’ মুক্তি পায় এবং সেখান থেকেই তিনি টলিউডে জনপ্রিয়তা পান। এর পর গানার ওপারে, বোঝে না সে বোঝে না, শুধু তোমারই জন্য সহ একাধিক হিট বাংলা ছবিতে কাজ করে চলেছেন। 

25
সাংসদ হিসেবে রাজনীতিতে পা

অভিনয়ের পাশাপাশি মিমি সামাজিক কাজ ও রাজনীতিতেও সক্রিয়। ২০১৯ সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। সংসদীয় দায়িত্বের পাশাপাশি তিনি মানবিক উদ্যোগ, পশুপ্রেম ও সমাজকল্যাণ মূলক কাজের জন্যও পরিচিত। তবে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিধানসভায় গিয়ে নিজের সাংসদ পর থেকে ইস্তফা দেন তিনি। যদিও সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, রাজনীতির পাশাপাশি অভিনয় জগতে সমান ভাবে কাজ করতে পারছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিনয় জীবন। তাই তিনি রাজনীতি ছাড়ছেন। ব্যক্তিগত জীবনে তিনি সরল, আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা। ফ্যাশন, সংগীত ও ভ্রমণের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। মিমি চক্রবর্তী হলেন আজকের টলিউডের অন্যতম সফল এবং বহুমুখী একজন ব্যক্তিত্ব।

35
কত টাকা বেতন পান মিমি?

২০১৯ সালের লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি টক্রবর্তী। পাঁচবছরের সাংসদ থাকাকালীন তার বেতন ছিলো প্রতিমাসে আনুমানিক ১লক্ষ ২৪ হাজার টাকা। এছাড়াও ভ্রমণ, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতেন তিনি। তবে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে গত বছর ফেব্রুয়ারি মাসে সাংসদ পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করেন তিনি। ফলে সাংসদ হিসেবে এখন আর বেতন পান না তিনি। তবে তার মূল বেতন: প্রতি মাসে ₹১,২৪,০০০। নির্বাচনী ভাতা: প্রতি মাসে ₹৮৭,০০০। অফিস ব্যয় ভাতা: প্রতি মাসে ₹৭৫,০০০ (কর্মচারীদের বেতনের জন্য ₹৫০,০০০ এবং স্টেশনারি/ডাকপত্রের জন্য ₹২৫,০০০)। দৈনিক ভাতা: সংসদ অধিবেশন বা কমিটিতে যোগদানের জন্য প্রতিদিন ₹২,৫০০ টাকা করে পেতেন। 

45
ভালো গায়িকাও মিমি চক্রবর্তী

অভিনয় দক্ষতার পাশাপাশি টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অবশ্য একজন ভালো গায়িকাও বটে। সিনেমায় আসার আগে তিনি টেলিভিশনে মেগা সিরিয়ালে অভিনয় করেছেন। তার প্রথম সিরিয়াল ছিলো ‘গানের ওপারে’। আর মিমি যে অসাধারণ ভালো গান গায় সেই প্রমাণও নিজেই দিয়েছেন অভিনেত্রী। 

55
সেরা পুরস্কার

মিমি চক্রবর্তী তিনি ২০১৬ এবং ২০২০ সালে ক্যালকাটা টাইমস-এর 'সবচেয়ে আকাঙ্ক্ষিত মহিলা' (Most Desirable Woman) তালিকায় স্থান পেয়েছিলেন। এছাড়াও মিমি চক্রবর্তীর পুরস্কারগুলির মধ্যে রয়েছে টেলি সম্মান (২০১১), বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ডস (২০১৩), এবং ৭১তম বার্ষিক BFJA পুরস্কার (২০১৩)।

Read more Photos on
click me!

Recommended Stories