তারকাদের সিমকার্ডের দাম জানেন? সাধারণ সিমের থেকে কতটা আলাদা কল্পনাও করতে পারবেন না

Published : Jan 06, 2026, 03:00 PM IST

সাধারণ সিমকার্ডের থেকে এর কতটা দামের তফাৎ, জানলে চমকে যাবেন…

PREV
17

সাধারণ সিমের দাম এখন মাত্র ৯৯ টাকা। অনেক সময়তে বিনামূল্যেই সিমকার্ড কেনার অফার পাওয়া যায়। কিন্তু ঠিক কী ধরনের সিম কার্ড ব্যবহার করেন সেলিব্রিটিরা? সেই সিমের দামই বা কত?

27

সেলিব্রিটিদের ফোন ফোন নম্বর সব সময়তেই একটু বিশেষ ধরণের হয়। চট করে যাতে প্রকাশ না পেয়ে যায় তার জন্য থাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও।  এর পাশাপাশি আন্তর্জাতিক ফোন কলেও থাকে বিশেষ সুবিধা।

37

এই ধরনের সুবিধা পেতে সেলিব্রিটিদের একটা স্পেসাল সিম কার্ড ব্যবহার করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই সিমকার্ডটি পোস্টপেইড সিম কার্ড হয়। 

47

সাধারণ সিমের থেকে এর দামের তফাৎ জানলে চমকে যেতে হবে। ৯৯ টাকা তো নয়ই ১ হাজার টাকার থেকেও অনেক গুণ বেশি দাম এই সিম কার্ডের। 

57

এই স্পেশাল সিমের দাম শুরু হয় মোটামুটি ২০০০ টাকা থেকে এবং প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত দামে পাওয়া যায় এই স্পেসাল সিম। 

67

সাধারণত দামটা পুরোটাই নম্বরের উপরে নির্ভর করে। যত স্পেশাল ফোন নম্বর হয় ততই বেশি দাম হয় সিমের। এ ছাড়াও দামের উপর ভিত্তি করে বেশ কিছু সুবিধাও পাওয়া যায়।

77

কিছু কিছু সিমকার্ডের দাম প্রায় ২৪ লক্ষ টাকার কাছাকাছি। এগুলো সাধারণত ফোন করলে নম্বর দেখানোর পরিবর্তে প্রাইভেট নম্বর বলে দেখায়।

Read more Photos on
click me!

Recommended Stories