''আগে হাসিটা দারুণ ছিল" হাসি নিয়ে ব্যাপক ট্রোলিং! বাধ্য হয়ে মুখ খুললেন রচনা

এবার ট্রোলিং নিয়ে ফের মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়….

Anulekha Kar | Published : Apr 24, 2024 5:49 AM IST / Updated: Apr 24 2024, 12:17 PM IST

ভোটে দাঁড়ানোর পর থেকে একের পর এক মিম। সামাজিক মাধ্যমে ট্রোলিংয়ের ঝড় বয়ে গিয়েছে তাঁর মন্তব্য নিয়ে। তাও চুপ নেই 'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়। কখনও গরুর ঘাস, ধোঁয়া আবার কখনও দই নিয়ে করা মন্তব্য নিয়ে ট্রোল হয়েছেন নায়িকা। এবার তাঁর হাসি নিয়ে সামাজিক মাধ্যমে জোড় ট্রোল হলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

এবার প্রচারে বেরিয়ে এ নিয়ে মুখ খুললেন রচনা। মঙ্গলবার মগরার খেজুরিয়ায় ভোটপ্রচারের ফাঁকে রচনা বলেন, ''আগে  হাসিটা দারুণ ছিল। এখন হাসিটা শুনে লোকে বলে, 'পাগল'!''

যদিও তাঁকে নিয়ে যাঁরা 'মিম' করছেন, তাঁদের তিনি 'সাপোর্ট' করেন বলেও জানালেন রচনা। তৃণমূল প্রার্থী জানান, নেটদুনিয়ায় 'মিম', 'ভিডিয়ো' তৈরি করে কত ছেলেমেয়ে উপার্জন করছেন। তাই তিনি বিষয়টিকে সদ্‌র্থক ভাবেই দেখছেন।

তাঁর হাসি নিয়ে বিভিন্ন মিম হচ্ছে। আবার মিমিক্রি করে ভিডিয়োও তৈরি হচ্ছে। রচনার বক্তব্য, ''মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছাড়ে না। আর আমি তো নগন্য।'' হুগলির তৃণমূল প্রার্থী জানান, ''আমি ভীষণ 'পজ়িটিভ মাইন্ডের'।আমি 'মিম' করাকেও পজ়িটিভ ভাবে দেখি। নেগেটিভ কিছু দেখিই না। কারণ, যাঁরা এই ধরনের 'মিম' করেন, তাঁদেরও লাইক-সাবস্ক্রাইবার ইত্যাদি দরকার। এটা তাঁদের রুজিরোজগার। তাই তাঁদের আমি সাপোর্ট করি।''

তবে কি জিতবেন রচনা? এ বিষয়ে অভিনেত্রী জানান, ''আমার কোনও টেনশন নেই। বিশ্বাসে মিলায় বস্তু। তার পর তো উপরওয়ালার খেলা।''

'অনুভূতি', ''আমি যা বলি, তাই মিম হয়ে যায়।'' মঙ্গলবার প্রচারের ফাঁকে কাঁচা আম নুন দিয়ে খেতে খেতে রচনার সংযোজন, ''গ্ল্যামার কি কমে যাচ্ছে? সে যাক, আবার গ্ল্যামার এসে যাবে।'' বলেই আবার পরিচিত হাসি হাসলেন তৃণমূল প্রার্থী।

Read more Articles on
Share this article
click me!