রচনাকে নিয়ে ট্রোল! হুমকি ফোনে জেরবার বং-গাই কিরণ, অভিনেত্রীকে কী বলেছেন তিনি?

Published : Apr 22, 2024, 09:45 AM IST
Bong Guy Kiran Trolled Rachana Banerjee for her statements

সংক্ষিপ্ত

রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ট্রোল! তুমুল হুমকির মধ্যে বং-গাই কিরণ 

আসন্ন লোকসভা ভোট। অন্যদের মতোই বহুদিন ধরেই প্রচারের কাজে ব্যস্ত তারকা প্রার্থীরাও। এবার তারকা প্রার্থীদের মধ্যে সব থেকে বেশি আলোচনার মধ্যে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

হুগলি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা। এই লোকসভায় তৃণমূলের হয়ে লড়ছেন তিনি। লড়ছেন সংসদ পদের জন্য। কিন্তু প্রচারে গিয়ে তার করা মন্তব্য ঘিরে প্রবল শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে। কখনও "গরুর ঘাস খাওয়ার জন্য দই ভাল" বা কখনও "হুগলিতে এত কারখানা হয়ে গিয়েছে যে চারিদিকে ধোঁয়াই ধোঁয়া" এই সব মন্তব্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে সমাজ মাধ্যমে।

তাতেও চুপ থাকেননি তিনি ফের গরমে সবাইকে দই খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এই মন্তব্য নিয়েও তুমুল আলোচনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। এবার রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুখোড় মন্তব্য করে বসলেন বিখ্যাত ইউটিউবার 'দ্যা বং গাই' কিরণ দত্ত। রচনাকে উদ্দেশ্য করে তিনি বললেন, "এই গরমে পর্যাপ্ত পরিমানে জল না খেলে একটা মানুষের মাথা কতোটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল রচনা বন্দ্যোপাধ্যায়" কিরণের এই মন্তব্য ঘিরেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। সামনেই ভোট তার মধ্যে তৃণমূলের প্রার্থীকে নিয়ে এই ধরনের মন্তব্য নিয়ে একদমই খুশি হয়নি অনেকে।। এর পর থেকেইবড়সড় সমস্যার মধ্যে পড়তে হয়েছে কিরণ দত্তকে। পরের পরআসছে হুমকি ফোন। এমনকী তাঁর বিরুদ্ধে কেস করা হবে এমনও ধমকি শুনতে হয়েছে এই ইউটিউবারকে।

অনেকে আবার ব্যক্তিগত আক্রমনও করেছেন তাঁকে। বলেছেন, "কেন ফ্ল্যাটটা বিজেপি দিয়েছে নাকি? " আবার কারওর কথায়, "রচনার জায়গায় আমি থাকলে তোর মতো দু টাকার নকুলদানাকে জেল খাটাতাম। তুই একটা দু'পয়সার ভাড়া করা জোকার। দেবকে নিয়ে খিল্লী করিস, আবার দেব পয়সা দিয়ে পেড প্রোমোশান করালে ওর সামনেই ভিজেবেড়ালের মতো ম্যাও ম্যাও করে লেজ নাড়িস। তোর মতো দু'পয়সার ভাঁড় লোক হাসানো ছাড়া সমাজের কোন কাজে আসে?"

কিন্তু এই সব প্রতিক্রিয়াতে একদমই ক্ষেপে যাননি কিরণ। প্রতিটা মন্তব্যেরই সাবলীল ভাবে উত্তর দিয়েছেন তিনি। আবার এই বিতর্কে কিরণকে সমর্থনও করেছেন অনেকে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার