Abar Proloy: সুন্দরবনের নারী পাচার থেকে 'খেলা হবে' আইটেম ডান্স, রাজ চক্রবর্তীর পরিচালনায় ওটিটি-তে আসছে 'আবার প্রলয়'

১১ অগস্ট মুক্তি পেতে চলেছে আবার প্রলয়। জি ফাইভ মুক্তি পাবে আবার প্রলয়। ছবি দিয়ে প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন শুভশ্রী।

Sayanita Chakraborty | Published : Aug 10, 2023 10:53 AM
110

আগেই মুক্তি পেয়েছিল আবার প্রলয় ছবির ট্রেলার। এই প্রথম এমন ভিন্ন ধরনের কাহিনি নিয়ে ওটিটি-তে আসছেন রাজ চক্রবর্তী। এটি শুভশ্রী প্রযোজিত প্রথম প্রোজেক্ট। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম গান খেলা হবে। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

210

ওয়েব সিরিজে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দেবাশিস মণ্ডল, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষের মতো তারাকারা।

310

প্রেমের জালে ফাঁসিয়ে কীভাবে মেয়েদের পাচার করা হয়, তা নিয়ে তৈরি এই ছবি। এমনই আন্দাজ করা গিয়েছে ছবির ট্রেলার দেখে। ওম্যান ট্রাফিকিং নিয়ে তৈরি এই ছবি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত।

410

সুন্দরবনের নারী পাচার আটকাতে বদ্ধপরিকর সে। এই অন্যান রুখতে গিয়ে তাঁর সামনে আসবে একের পর এক সত্য। সবার আগে রুবেলের খুনের মামলা আসে তার সামনে। খুনের অনুসন্ধান করতে গিয়ে তিনি পৌঁছাবেন সুন্দরবনর এক বাবার কাছে।

510

রহস্য আরও ঘনীভূত হবে। কীভাবে একটি সমস্যার জট খুলতে গিয়ে একাধিক সমস্যা বেরিয়ে আসবে তা দেখা যাবে। সুন্দরবনের কাহিনি নিয়ে আসছে আবার প্রলয়।

610

ছবির বাড়তি পাওনা খেলা হবে গানটি। ২১-র বিধানসভা ভোটের আগে তৃণমূলের ভোটপ্রচারের হাতিয়ার হয়েছিল খেলা হবে এই ট্যাগটি।

710

এই খেলা হবে ট্যাগ দিয়ে নতুন গান তৈরি হয়। সেই ট্যাগ দিয়ে গান তৈরি করে তা নিজের ছবিতে ব্যবহার করবেন তৃণমূলের ব্যারাপুরের বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। এই গানে তৈরি হয়েছে আইটেম ডান্স। যাতে কোমড় দোলালেন বাংলাদেশের নুসরত ফারিয়া।

810

রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হল প্রলয়। এক দশক পর আবাও আসছে প্রলয় ছবির সিক্যুয়েল। তবে, এবার বড় পর্দায় নয়, বরং ওটিটিতে আসছে আবার প্রলয়। এই ওয়েব সিরিজ জুড়ে রয়েছে অ্যাকশন, রহস্য, খুন-সহ আরও কিছু।

910

বাঙালিদের মতে, ওয়েব সিরিজ ছোট প্ল্যাটফর্ম। এই ধারণা বদলেই ওটিটি-তে মুক্তি পেতে চলেছে আবার প্রলয়। জুলাই-এ প্রকাশ্যে এসেছে ট্রেলার। আগামী কাল মুক্তি পাবে সিরিজটি। অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

1010

এবার নারী পাচারের পর্দা ফাঁস করতে আসছে আবার প্রলয়। এই প্রথম ওটিটি-তে পা দিতে চলেছেন রাজ। তেমনই এই ছবি দিয়ে প্রযোজনা জগতে পা রাখতে চলেছেন শুভশ্রী। আগামী কাল থেকে জি ফাইভে শুরু হবে স্ট্রিমিং।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos