রাজ-শুভশ্রীর ঠোঁটঠাঁসা চুম্বন দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়, এ কেমন বিধায়ক? প্রশ্ন নেটিজেনদের

ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাজকে জাপটে ধরে চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। এবং অন্যান্য ছবিতে রাজকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন শুভশ্রী। রাজ ও শুভশ্রীর আদুরে ছবি দেখেই বেজায় চটেছেন ভক্তরা

সোমবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশন। ৪৯-শে পা দিলেন টলিউডের স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনটা বড্ড স্পেশ্যাল পরিণীতি শুভশ্রীর কাছে। এই দিনটার জন্য প্রতিবছরেই স্পেশ্যাল কিছু আয়োজন থাকে। এবারও তার অন্যথা হল না। বাড়িতে তো রাতভর সেলিব্রেশন চলেছেই তারপর রাতের বেলাতেই ডাইন আউটে গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। সেখানেও ধুমধাম করেকাছের বন্ধু-বান্ধবদের নিয়ে জন্মদিন সেলিব্রেট করেন রাজ ও শুভশ্রী । সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী।

ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাজকে জাপটে ধরে চুমুতে ভরিয়ে দিয়েছেন শুভশ্রী। এবং অন্যান্য ছবিতে রাজকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন শুভশ্রী। রাজ ও শুভশ্রীর আদুরে ছবি দেখেই বেজায় চটেছেন ভক্তরা। আসলে লিপলকের এই রোম্য়ান্টিক মুহূর্ত অনেকেই বাঁকা চোখে দেখেছেন। যা দেখে অনেকের মন্তব্য এই নাকি বিধায়ক, যিনি কিনি ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। স্ত্রীরে প্রকাশ্যে আদর,এটা কখনওই বিধায়কসুলভ আচরণ হতে পারে না, এমন মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। তেমনই অভিনেত্রী শুভশ্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। তবে সমালোচনা হোক বা কটাক্ষ, এগুলো যে মোটেই পাত্তা দিতে চান না রাজ ও শুভশ্রী। ছবির কমেন্টে কেউই কোনও মন্তব্য করেননি তারকা দম্পতি।

Latest Videos

 

 

লাল রঙের সরু ফিতের শর্ট ড্রেসে বোল্ড লুকে দেখা গিয়েছে শুভশ্রীকে, অন্যদিকে কালো রঙের শার্ট ও কালো প্যান্ট পরে নজর কেড়েছেন বার্থ ডে বয়। এই ছবিতেও গভীর চুম্বনে মত্ত থাকতে দেখা গেছে টলিপাড়ার লাভবার্ডকে। বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেলেও তাদের ভালবাসা যে এতটুকুও কমেনি, তা ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে। এই রোম্যান্টিক ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, শুভ জন্মদিন, আমার ভালবাসা, রাজ। তারকা দম্পতির এই কাপল গোলস দেখে সকলেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন। সালটা ২০০৯। রাজ চক্রবর্তীর হাত ধরেই 'চ্যালেঞ্জ' ছবিতে অভিনয় করে প্রথম লাইমলাইটে আসেন। তারপর থেকে একের পর এক সিনেমা করে শিরোনামে আসেন তিনি। তার জীবনটা অনেকটা রোলার কোস্টারের মতো। সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ তার জীবনকে দুর্বিসহ করে তুলেছিল। তবে সব বাধা পেরিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তারপর থেকে সময়টা বেশ ভালই কাটছে অভিনেত্রীর। রাজ-শুভশ্রী এখন টলিউডের রাজশ্রী। তাদের মিষ্টি প্রেমের কেমিষ্টি নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া।

 

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today