অরিজিৎ-রূপম যুগলবন্দি, কনসার্টের পরই নয়া চমক দিয়ে একসঙ্গে কাজের ঘোষণা দুই তারকার

অরিজিৎ সিংয়ের কলকাতা কনসার্টের মাত্র চারদিনের মধ্যে ভক্তদের জন্য এক মন ভাল করা খবর দিলেন বাংলার রকস্টার রূপম ইসলাম। ২২ ফেব্রুয়ারি, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দিলেন সেই বিশেষ খবর।

 

অরিজিৎ সিং-কে সামনে দেখে একটা বার দেখার জন্য পাগলের মতো মুখিয়ে থাকেন ভক্তরা। আর তার জন্য বছর বছর অপেক্ষায় থাকেন অনুরাগীরা। গত প্রায় কয়েকমাস ধরেই অরিজিৎ সিং-য়ের শো নিয়ে উত্তেজনা তুঙ্গে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুরের জাঁদুতে গোটা তিলোত্তমা মাতিয়ে দিলেন অরিজিৎ সিং। জল্পনা-আলোচনা সমস্ত পেরিয়ে ১৮ ফেব্রুয়ারি শনিবার ওয়াটার থিম পার্ক অ্যাকোয়াটিকাতে অনুষ্ঠিত হয়ে গেল অরিজিতের কনসার্ট। সেই রেশ যেন এখনও কাটছে না। অরিজিতের সুরেলা সফরেও এখন মত্ত কলকাতাবাসী। সোশ্যাল মিডিয়া খুললেই মাথায় গেরুয়া পাগড়ী এবং কালো পোশাক পরে গিটার হাতে একের পর এক সুপারহিট গান গেয়েই চলেছেন অরিজিৎ। আর দর্শকাসনে রয়েছেন রূপম ইসলাম। তারপরই সেই বিশেষ মুহূর্ত। মঞ্চে দাঁড়িয়ে রূপমের গান গেয়ে গোটা কনসার্ট মাতিয়ে দিয়েছেন অরিজিৎ। আর দর্শকাসনে দাঁড়িয়ে গলা মেলাচ্ছিল রূপম। তারপর নিজের মাইক রূপমের হাতে দিতেই যেন এক অদ্ভুত আবেগের সৃষ্টি করেছিলেন অরিজিৎ সিং। গোটা বাংলা সেদিন তাদের যুগল পারফরম্যান্সের সাক্ষী ছিল। তারপর থেকেই যেন সকলের মুখ মুখে ঘুরছে অরিজিৎ-রূপম যুগলবন্দির কথা। সেই ভালবাসার মুহূর্ত যেন এর অন্য মুহূর্তের সৃষ্টি করেছিল। তবে এটা যে ট্রেলার ছিল,আসল ছবি যে এবার আসতে চলেছে, এটা মনে হয় কেউ আঁচ করতেও পারেনি।

Latest Videos

অরিজিৎ সিংয়ের কলকাতা কনসার্টের মাত্র চারদিনের মধ্যে ভক্তদের জন্য এক মন ভাল করা খবর দিলেন বাংলার রকস্টার রূপম ইসলাম। ২২ ফেব্রুয়ারি, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দিলেন সেই বিশেষ খবর। নতুন ভিডিওতে রূপম ইসলাম ও অরিজিৎ সিংকে একসঙ্গে দেখা গিয়েছে। সাদা টি শার্ট, জিন্স, মাথায় গেরুয়া রঙের পাগড়ি পরে গিটার বাজাচ্ছেন অরিজিৎ সিং এবং ডেনিম ডিন্স ও কালো টি-শার্ট পরে সকলের সঙ্গে সুখবর শেয়ার করে নিচ্ছেন রূপম। দেখে নিন ভিডিওটি,

 

 

সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও পোস্ট করে রূপম ক্যাপশন ে লেখেন, 'নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ, আসছে। বিস্তারিত জানবেন পরে।' এই ভিডিওতে রূপমকে আর বলতে শোনা যায়, 'নমস্কার, আমি রূপম এবং আমার পাশে অরিজিৎ। এর আগে একটা ঘটনা ঘটেছিল। অরিজিতের কনসার্টে কোনও প্ল্যান ছাড়াই একসঙ্গে অতর্কিতে একটা গান গাওয়া হয়ে গিয়েছিল। এটা প্ল্যান করা ছিল না। কিন্তু আজকে যে আমরা দাঁড়িয়ে আছি পাশাপাশি,এটার পিছনে অনেকদিন ধরেই প্ল্যান রয়েছে। আমাদের অনেক দিন ধরেই কথা ছিল যে আমরা পাশাপাশি দাঁড়াব এবং একসঙ্গে কাজও করব।' তিনি আরও বলেন, 'কী অরিজিৎ আমরা একসঙ্গে কাজ করব তো?' যার উত্তরে অরিজিৎ বলেন'অবশ্যই। করব বলেই তো এত কিছু। রূপম আবার বলেন আমি ভাবলাম তুমি তোমার বসা গলাটা শোনাবে না ভেবেছিলাম। তবে অরিজিৎ ঠাণ্ডা লেগে গলা ধরে যাওয়া অবস্থাতেও উত্তর দেন, এবং বলেন এখন তোমার গানটাই বাজাচ্ছিলাম।'তারপর দুজনে মিলে গেয়ে ওঠেন কেন করলে এরকম বলো-গানটি গাইতে দেখা যায়। ব্যস , এইটুকুই থাক, এই বলেই রূপম বলতে শুরু করেন, গানবাজনা পরে আসবে। এটা এত আনন্দের একটা সময়, অনেকদিন ধরে আমাদের দেখা হওয়ার কথা কিন্তু সবসময়েই কখনও আমি স্টেজে অরিজিৎ অডিটোরিয়ামে এবং কখনও ও স্টেজে আমি অডিটোরিয়ামে। এই যে ফাইনালি আমাদের দেখা হল, এখান থেকেই শুরু হবে নতুন কাজ। সবাই ভাল থাকবেন। পরে কথা হবে এবং বিস্তারিত আসছে ।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today