KIFF 2023: শুরু হবে উৎসব, রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন বিশেষ ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যা শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। এই ভিডিও শেয়ার করে কলকাতা চলচ্চিত্র উৎসবের ঘোষণা করলেন রাজ চক্রবর্তী।

গত দুদিন ধরে খবরে রাজ চক্রবর্তী। সদ্য তাঁর পরিবারে এসেছেন মা লক্ষ্মী। দ্বিতীয়বার বাবা বলেন রাজ। মা হলেন শুভশ্রী। জন্ম হয়েছে ফুটফুটে একটি কন্যা সন্তানের। আর এবার নিজের কাজ নিয়ে খবরে এলেন পরিচালক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যা শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। এই ভিডিও শেয়ার করে কলকাতা চলচ্চিত্র উৎসবের ঘোষণা করলেন রাজ চক্রবর্তী। উৎসবে তিনি বিশেষ পদে আছেন তা সকলেরই জানা। এবার ভিডিও শেয়ার করে রাজ জানালেন কবে থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Latest Videos

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার পালিত হবে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। নন্দন-সহ কলকাতার ২৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শীত হবে ছবি।

 

 

এবার উৎসবে ২১৯টি ছবি প্রদর্শীত হবে। দেশ-বিদেশের ছবি দেখানো হবে। তেমনই এবারের বড় চমক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এবার নতুন ক্যাটেগরি যোগ হয়েছে উৎসব। চলতি বছর থেকে বেঙ্গলি প্যানোরামা বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার মূল্য সাড়ে সাত লক্ষ টাকা। সঙ্গে থাকবে গোল্ডেন রয়্যাল ট্রফি।

আর এবারের বড় চমক থিম সং-এ। এবার উৎসবের থিম সং গাইলেন অরিজিৎ সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় গানটি গেয়েছেন তিনি। তেমনই এবার উৎসবে অতিথি আসনে থাকবে একাধিক চমক। শাহরুখ-সলমন খান তো থাকবেনই সঙ্গে থাকবেন সোনাক্ষী সিনহা, জয়া বচ্চন, মহেশ ভাট, অনিল কাপুর থাকতে পারেন। তেমনই এবার চলচ্চিত্র উৎসবে স্পেন ও অস্ট্রেলিয়া-কে ফোকাস করা হবে। সব মিলিয়ে একাধিক চমক থাকবে উৎসবে। সদ্য এই উৎসবের ঘোষণা করলেন রাজ চক্রবর্তী। শেয়ার করলেন বিশেষ একটি ভিডিও।

 

 

 

আরও পড়ুন

৪৬-এ পা দিলেন সুপারস্টার জিৎ, কেক কেটে ভক্তদের সঙ্গে পালন করলেন জন্মদিন

ছবি মুক্তি পেতে না পেতেই সিক্যুয়েলের ইঙ্গিত, কবে আসছে ‘অ্যানিমেল ২’?

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury