Rakhee Gulzar: বাংলা ছবিতে রাখী গুলজার, আসছে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের নতুন চমক

Published : Dec 01, 2023, 02:36 PM ISTUpdated : Dec 01, 2023, 03:14 PM IST
Reekha Gulzar

সংক্ষিপ্ত

বড় চমক দিতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবার তাদের নতুন ছবিতে থাকতে চলেছেন রাখী গুলজার।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি মানেই একেবারে ভিন্ন কিছু। সব সময় তাঁরা দর্শকদের নতুন কিছু দিতে চান। বেলা শেষ থেকে প্রাক্তন কিংবা হামি-র মতো ছবিগুলো তা বারে বারে প্রমাণ করেছে। মূল ধারার বাণিজ্যিক ছবির বাইরে ভিন্ন কিছু দর্শকদের দিতে সর্বদা আগ্রহী থাকেন শিবপ্রসাদ-নন্দিতা। শেষ তাঁরা দর্শকদের উপহার দিয়েছেন রক্তবীজ। খুব শীঘ্রই ৫০ দিনের গণ্ডি পার করবে ছবিটি।

এবার আরও বড় চমক দিতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবার তাদের নতুন ছবিতে থাকতে চলেছেন রাখী গুলজার। সদ্য নিজের আসন্ন ছবি ‘আমার বস’ নিয়ে ফেসবুক পেতে একটি পোস্ট করেন পরিচালক। প্রয়োজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমার বস’ ছবিটি পরিচালনা করবেন ‘ফাটাফাটি’ ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। তাঁরাই লেখেন, আরও একটা নতুন গল্প, আবারও একটা নতুন চমক। ছবির নাম ‘আমার বস’। পরিচালকের আসনে নন্দিতা ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই নতুন পথ চলায় আমাদের সঙ্গে থাকছেন শ্রদ্ধেয়া রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্যুটিং শুরু জানুয়ারি মাসে। আশা করি প্রত্যেকবারের মতো এবারও আপনাদের পাশে পাব।

বহু বছর পর ফের বাংলা সিনেমায় দেখা যাবে এই বিশিষ্ট তারকাকে। তিনি কাজ করতে চলেছেন শিবপ্রসাদের সঙ্গে। সদ্য শিবপ্রসাদের সঙ্গে রাখী গুলজারের একটি ছবি ভাইরাল হয়। সেখানে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর পাশে দাঁড়িয়ে পরিচালক।

এদিকে এই প্রথম এই খ্যাতনামা অভিনেত্রীর সঙ্গে কাজ করবেন শ্রাবন্তী। এর আগে বহু ছবিতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। তবে, সকলের অনুমান এবার একেবারে ভিন্ন চরিত্রে দেখা দিচ্ছেন তিনি। আসছে বিস্তর চমক। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবিতে দেখা যাবে রাখী গুলজারকে।

 

 

আরও পড়ুন

দেখে নিন TRP-র নিরিখে কে কাকে দিল টেক্কা, প্রথম স্থান দখল করল কোন সিরিয়াল

Subhashree: হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন শুভশ্রী, জেনে নিন কেমন আছেন নায়িকা

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?