ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘মহিষাসুরমর্দিনী’, মা দূর্গার ভূমিকায় রাজনন্দিনী

Published : Sep 07, 2024, 01:46 PM ISTUpdated : Sep 07, 2024, 01:47 PM IST
rajnandini

সংক্ষিপ্ত

ওয়েব সিরিজের আকারে আসছে ‘মহিষাসুরমর্দিনী’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। 

প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হল মহালয়ার অনুষ্ঠান। এতদিন ছোটপর্দাতে মহালয়া দেখে অভ্যস্ত ছিলেন সকলে। তবে প্রথম মহালয়া শুরু হয় রেডিওতে। এবার আরও এক ধাপ এগিয়ে নতুনত্বের সন্ধানে মহালয়া।

ওয়েব সিরিজের আকারে আসছে ‘মহিষাসুরমর্দিনী’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়।

দুষ্টের দমন করে মর্ত্যলোকে কীভাবে দেবী শান্তি ফিরিয়ে আনেন সেই যাত্রাই তুলে ধরা হয়েছে ‘মহিষাসুরমর্দিনী’ সিরিজে। সতীর দেহ খণ্ডন এবং শিবের তাণ্ডব দেখানো হয়েছে সিরিজে। আগামী ২ অক্টোবর মুক্তি পাবে ‘মহিষাসুরমর্দিনী’। নির্মাতা এই ‘মহিষাসুরমর্দিনী’ সিরিজ প্রসঙ্গে জানান, সৃষ্টি এবং বিবর্তনের মাধ্যমে নারীশক্তিকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। এছাড়াও এটি নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে সফল হবে বলে আশা তাঁদের।

আদ্যাশক্তি মহামায়ার যে আদি ও অনন্ত পৌরাণিক গল্প, তাকেই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। নারীশক্তির যে উদযাপন মা দূর্গার মধ্যে দিয়ে প্রতিনিয়ত করে জনগণ, সেই গল্পকেই ফুটিয়ে তোলা হবে। কেবল মহিষাসুর বধ নয়, এই সিরিজে তুলে ধরা হবে সতীর পৌরাণিক কাহিনি। সব মিলিয়ে সিরিজটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে একাধিক তারকাকে দেখা গিয়েছে মা দূর্গা রূপে। কখনও কোয়েল, কখনও ঋতুপর্ণা, কখনও মিমি চক্রবর্তী তো কখনও নুসরত সেজেছেন মা দূর্গা। এবার ওটিটিতে মা দূর্গা হিসেবে দেখা দেবেন রাজনন্দিনী পাল। তিনি এর আগে বহু সিরিজ করেছেন। ওটিটি-তে বেশ পরিচিত মুখ রাজনন্দিনী। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ও করেছেন। তবে, এবার প্রথম কোনও দেবীর চরিত্রে দেখা যাবে তাঁকে।

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে