রাজনীতিতে আসতে চলেছেন রঞ্জিত মল্লিক! কেন হঠাৎ বাড়িতে অভিষেক, কী আলোচনা হল?

Published : Jan 15, 2026, 09:08 AM IST
Ranjit Mallick

সংক্ষিপ্ত

 সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নানা প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই সাক্ষাৎ নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা…

রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও সব জল্পনায় ইতি টানলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নানা প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই সাক্ষাৎ নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা। 

বুধবার কলকাতার গল্ফগ্রিন এলাকার নিজের বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান রঞ্জিত মল্লিক। প্রায় এক ঘণ্টার এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ও। অভিষেকের হাতে ছিল রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের খতিয়ান— ‘উন্নয়নের পঞ্চালী’। 

এই প্রসঙ্গে রঞ্জিত মল্লিক আনন্দবাজার ডট কমকে জানান, এই সাক্ষাৎ একান্তই সৌজন্যমূলক। রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেই স্পষ্ট করে দেন তিনি। অভিনেতার কথায়, “অনেকেই নানা কথা ভাবছেন। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার কোনও প্রসঙ্গই ওঠেনি। আমরা সাধারণ কথাবার্তাই বলেছি।” 

এই সাক্ষাতে সিনেমা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান রঞ্জিত বাবু। তিনি বলেন, অভিষেক তাঁর বহু পুরনো ছবি দেখেছেন— যা তাঁকে আনন্দিত করেছে। বয়সের পার্থক্য সত্ত্বেও অভিষেক যে বাংলা সিনেমা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, সে কথাও উল্লেখ করেন অভিনেতা। রঞ্জিত আরও জানান, অভিষেক খুব অল্প সময় বসেছিলেন। চা পর্যন্ত পুরোটা খাননি। 

রাজ্যের উন্নয়ন নিয়ে কিছু কথা হয়েছে, পাশাপাশি পুরনো দিনের সিনেমা, কাজের অভিজ্ঞতা নিয়েও স্মৃতিচারণ হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছেও তুলে ধরা হচ্ছে। সেই কর্মসূচিতেই রঞ্জিত মল্লিকের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে, এই সাক্ষাৎকে ঘিরে যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল, তা যে বাস্তবসম্মত নয়, সে কথাই স্পষ্ট করে দিলেন বর্ষীয়ান অভিনেতা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা